Homeজীবনীছোটবেলায় হারিয়েছেন দৃষ্টি, ছিল না কোনও কোচিং ক্লাস! প্রতিবন্ধকতা পেরিয়ে IAS হয়ে...

ছোটবেলায় হারিয়েছেন দৃষ্টি, ছিল না কোনও কোচিং ক্লাস! প্রতিবন্ধকতা পেরিয়ে IAS হয়ে দেশে রেকর্ড গড়লেন প্রাঞ্জল। জানুন তাঁর কাহিনী।

UPSC বা Union Public Service Commission হলো ভারতের সবথেকে কঠিন সরকারি চাকরির (Toughest Government Exam in India) পরীক্ষা।এই পরীক্ষা দেবার পরে প্রথম বারেই উত্তীর্ণ হয়েছেন এমন মানুষ নেই বললেই চলে। এই কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ হতে গেলে শুধু মেধা বা অধ্যবসায় নয়, বরং প্রয়োজন অনেক অনেক ধৈর্যর!

আর এই সবকিছু অর্জন করে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়লেন দেশের প্রথম দৃষ্টিশক্তিহীন প্রার্থী প্রাঞ্জল পাটিল(Pranjal Patil)। হ্যাঁ, দৃষ্টিশক্তি নেই তাঁর। পদে পদে পেয়েছেন জীবনে বাধা। তবু কোনোকিছুই তাঁকে দমিয়ে রাখতে পারে নি। সমস্ত বাধা পেরিয়ে আজ নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে পেরেছেন তিনি। আজ জানবো তাঁর কথা। তাঁর অনুপ্রেরণাদায়ী কাহিনী জানবো যা গল্প মনে হলেও সত্যি।

সবকিছুর আগে তাঁর প্রকৃত পরিচয় জেনে নেওয়া জরুরী। আসুন জানি যে কে এই প্রাঞ্জল পাটিল(Pranjal Patil)?

প্রাঞ্জল হলেন মহারাষ্ট্রের উলহাসনগরের (Ulhasnagar in Maharashtra) বাসিন্দা। একদম শিশু বয়স থেকেই তিনি নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন। ফলস্বরূপ প্রতিপদে পেয়েছেন বাধা। কিন্তু কোনোকিছুই তাঁকে বা তাঁর ইচ্ছেশক্তিকে দমিয়ে রাখতে পারে নি।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

প্রাঞ্জলের শিক্ষা:
প্রাথমিক ভাবে প্রাঞ্জলের শিক্ষাজীবন শুরু হয় মুম্বইয়ের Kamala Mehta Dador School for the Blind এ। এরপরে তিনি St Xavier’s College থেকে Political Science এ ডিগ্রি অর্জন করেছেন। এখানেই শেষ নয়। এরপরে প্রাঞ্জল Phd এবং M.Phil ডিগ্রিও অর্জন করেছেন নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনের জোরে।

Phd এবং M. Phil ডিগ্রি অর্জন করার আগে তিনি দিল্লির Jaharlal Nehru University থেকে International Relations এ তাঁর Master Degree সম্পূর্ণ করেন। তাঁর শিক্ষার পরিমাণ আন্দাজ করতে পারছেন একটু একটু?

UPSC পরীক্ষার যাত্রা:
প্রাঞ্জল এরপরে ২০১৬ এবং ২০১৭ সালে পরপর দুইবার UPSC পরীক্ষায় বসেন। তবে আশানুরূপ ফল পাননি। প্রথমবারে তাঁর র‌্যাঙ্ক ছিল ৭৪৪ এবং দ্বিতীয়বারে তাঁর র‌্যাঙ্ক হয় ১২৪!

তাঁর প্রধান উদ্দেশ্যই ছিলো IAS Officer হওয়া। সেটিকে পাখির চোখ করেই এগিয়ে গেছেন তিনি। IAS পরীক্ষার জন্য তাঁর ছিলোনা আলাদা করে কোনো কোচিং। শুধুমাত্র নিজের চেষ্টাতেই আজ তিনি সফল।

এই প্রসঙ্গে প্রাঞ্জল (Pranjal) বলেন যে তিনি IAS পরীক্ষার প্রস্তুতির জন্য এক ধরনের বিশেষ সফটওয়্যার (Special Software) ব্যবহার করেন যে পড়া তিনি দেখতে পাচ্ছেন না, তা তিনি শুনে পড়ে নেন। বলা বাহুল্য যে এই সফটওয়্যারের (Software) মাধ্যমেই প্রধানত দৃষ্টিহীনতার শিকার যাঁরা, তাঁদের স্কুলগুলিতে পড়ানো হয়ে থাকে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

২০১৭ তে Civil Service পরীক্ষায় ১২৪ তম স্থান অর্জন করেন প্রাঞ্জল। এরপরে ২০১৮ সালে তিনি কেরালার Ernakulam এ Assistant Collector হিসেবে নিযুক্ত হন। এই মুহূর্তে প্রাঞ্জল পাটিলকে তিরুঅনন্তপুরমের সাব-কালেক্টর এবং কেরালায় দায়িত্ব (Sub-Collector of Tirubanantapuram and Kerala) দেওয়া হয়েছে।

তবে লড়াই কিন্তু এখানেই শেষ নয়। প্রাঞ্জলকে প্রথমে রেলে চাকরি দেওয়া হলেও তাঁর দৃষ্টিহীনতা বাধা হিসেবে দাঁড়ায় এবং ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিসে (Indian Railway Account Service) চাকরি প্রত্যাখ্যান করা হয়।

আরো সাফল্য আসুক প্রাঞ্জলের জীবনে। আমরা দেশবাসী গর্বিত তাঁর এই সাফল্যে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular