একটা সময় দিনমজুরি করে কোনরকমে পেট চালিয়েছেন রাম ভজন। প্রতিনিয়ত লড়াই করে গেছেন দারিদ্রতার সঙ্গে। রাজস্থানের সেই ছেলেই আজ সফল আইএএস অফিসার(IAS Officer)।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(Union Public Service Commission) প্রতি বছর ইউপিএসসি (UPSC) পরীক্ষার আয়োজন করে থাকে। ভারতের অন্যতম কঠিন পরীক্ষা এই ইউপিএসসি। বছরের পর বছর বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে মোটা টাকার বিনিময়ে প্রস্তুতি নিয়েও পাশ করতে পারেন না প্রচুর শিক্ষার্থী। কেউ কেউ আবার বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে সাফল্যের মুখ দেখেন। এক চান্সেই পাশ করেছেন এমন পরীক্ষার্থী খুবই কম। তবে আজ কথা বলবো এমন একজনকে নিয়ে, যিনি অনায়াসেই পাশ করে গিয়েছেন অন্যতম কঠিন এই পরীক্ষা। দারিদ্রের কাছে হার না মেনে, নজির গড়ে ফেলেছেন।
রাজস্থানের বাপি নামক একটি ছোট গ্রামের বাসিন্দা রাম ভজন(IAS Ram Bhajan)। মাথার উপর ছিল না পাকা ছাদও। রাম স্বপ্ন দেখেছিলেন একদিন দেশের আইএএস অফিসার হবেন তিনি। কিন্তু আর্থিক দুর্বলতার কারণে টিউশন নেওয়ার মতো সামর্থ্য ছিল না তার। প্রতি পদে হোঁচট খেতে হয়েছে দারিদ্রতার কাছে। দিন মজুরি করে একসময় কোনওক্রমে পেট চালিয়েছেন কিন্তু পড়াশোনা ছাড়েননি। হার না মেনে চালিয়ে গিয়েছেন পরীক্ষার প্রস্তুতিও। অসাধ্য সাধন করে ইউপিএসসি পরীক্ষায় ৬৭ তম র্যাঙ্ক করে গ্রামবাসীর মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছেলের কৃতিত্বে মায়ের মুখেও ফুটেছে চওড়া হাসি।
রাম ভজন জানিয়েছেন মায়ের সঙ্গে দিন মজুরির কাজ করতেন তিনি। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে পাথর ভাঙতে হত তাঁকে। প্রতিদিন ২৫ কার্টন পাথর সরবরাহ করতে হত। আর দিন শেষে কখনও মিলত ৫টাকা, কখনও ১০ টাকা। তাই কখনও কখনও খিদে পেটেই কাটিয়ে দিতেন আধবেলা। বৃদ্ধা মাও বয়ে নিয়ে আসতেন ভারী পাথর। মায়ের কষ্ট মুখ বুঝে সহ্য করতে না পেরে রাম পণ করেছিলেন ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে মায়ের সব দুঃখ ঘোচাবেন। সেই পণই রেখেছেন তিনি।
কোনো এক সময় যে হাত নিত্যদিন পাথর ভেঙে কখনও রক্তাক্ত হয়েছে, সেই কঠিন লড়াইকে কখনও ভুলতে চান না রাম। তাঁর এই সংগ্রাম কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও।
মনের অদম্য ইচ্ছা থাকলে সমস্ত প্রতিকূলতার বিপক্ষে গিয়েও যে জয়ী হওয়া যায় তা আরও একবার সকলের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন রাম ভজন(Ram Bhajan)। আজ তিনি সফল। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সরকারি দফতরে যোগ দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। তবে এই রাম ভজনই দিন মজুরির কাজ করে জীবিকা করেছেন কিছু দিন আগেও।