HomeJob updatesIACS-এ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

IACS-এ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

IACS অর্থাৎ Indian Association for the Cultivation of Science এর তরফে প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি (Group-A, Group-B, Group-C) এর বিভিন্ন পদে হবে এই নিয়োগ। নুন্যতম মাধ্যমিক পাশে করা যাবে আবেদন। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন।

নোটিশ নং:

IACS/ADVT/P/05/1167

নোটিশ প্রকাশের তারিখ:

10/10/2023

নিচে প্রতিটি পদের বিষয়ে বিস্তারিত জানানো হলো:

1. পদের নাম:

Multi Tasking Staff or MTS

শূন্যপদ:

মোট 10 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশের সাথে ITI ডিপ্লোমা থাকতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

2. পদের নাম:

Assistant Librarian

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের B. Lib. ডিগ্রির সাথে অন্তত সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

3. পদের নাম:

Assistant

শূন্যপদ:

মোট 5 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীর গ্র্যাজুয়েশন ডিগ্রির (Graduation Degree) সাথে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

4. পদের নাম:

Assistant (F&A)

শূন্যপদ:

মোট 2 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীর কমার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির (Graduation Degree in Commerce) সাথে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

5. পদের নাম:

PA to Registrar

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীর গ্র্যাজুয়েশন ডিগ্রির (Graduation Degree) সাথে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

6. পদের নাম:

Technical Assistant-B

শূন্যপদ:

মোট 6 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীর বিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির (Graduation Degree with BSc) সাথে অন্তত সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

7. পদের নাম:

Upper Division Clerk

শূন্যপদ:

মোট 4 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীর অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রির (Graduation Degree) সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

8. পদের নাম:

Assistant Registrar

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীদের অবশ্যই মাস্টার্স ডিগ্রির (Masters Degree) সাথে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

প্রতিটি পদের জন্য বয়সসীমা পৃথক। বিস্তারিত পড়ুন বিজ্ঞপ্তিতে।

মাসিক বেতন:

প্রতিটি পদের ক্ষেত্রে মাসিক বেতন ভিন্ন। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে তারপর প্রার্থীর নিজের সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদন মূল্য (Identification Card, Date of Birth Certificate, Educational Qualification, Xerox of Caste Certificate, Two Copies of Passport Size Photo and Application Fee) সমেত একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা:

The Registrar,
Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road,
Kolkata : 700032

আবেদন মূল্য:

i) ST, FEMALE Candidates: 500 টাকা
ii) Others: 1,000 টাকা

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

আবেদনের শেষ তারিখ:

আগামী 24/11/2023 এখানে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি:

i) Written Exam
ii) Tread Test

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular