HomeJob updatesমুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিরাট নিয়োগ, বিস্তারিত জেনে নিন।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিরাট নিয়োগ, বিস্তারিত জেনে নিন।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিপুল সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে(WB Health Department Recruitment)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শীঘ্রই শুরু হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রক্রিয়া।

পঞ্চায়েত নির্বাচনের পরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার কর্মসূচি শুরু করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিভিন্ন ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে, সেই হিসাব করার পর সেই সমস্ত শূন্যপদে নিয়োগের(WB Health Recruitment) কর্মসূচি নিতে চলেছে রাজ্য।

শূন্যপদের সংখ্যা চোখে পড়ার মতো। কয়েক হাজার শূন্যপদে নিয়োগ হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনোলজিস্ট-সহ আরো অনেক রকম পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। জেনারেল ডিউটি অফিসার(General Duty Officer) হিসাবে নিয়োগ করা হতে পারে ১৩৬৩ টি শূন্যপদে। GNM Nurse হিসাবে নিয়োগ করা হবে ৪০০০ শূন্যপদে। এছাড়া ৪৪৩৫ জন নার্স, ৮৩৫ টি শূন্যপদে মেডিক্যাল টেকনোলজিস্ট, ৭৫ জন সিনিয়র লেকচার নিয়োগ করা হবে। এছাড়াও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক, GNM নার্স, রিডার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে বিপুল সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে স্বাস্থ্য দপ্তরে।

রাজ্যের বেকার ছেলেমেয়েদের চাকরি দেবার জন্য আরো কিছু নতুন শূন্যপদ তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার। কমিউনিটি হেলথ অফিসার হিসেবে স্বাস্থ্য দপ্তরে ৫০০০ এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে ছেলেমেয়েদের। এক বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে। প্রতিমাসে ২০০০০ টাকা বেতন দেওয়া হবে চাকরিপ্রার্থীদের।

একসাথে বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীরা চাকরি পেতে চলেছেন খুব শীঘ্রই। তাছাড়া স্বাস্থ্য দপ্তরে এত সংখ্যক শূন্যপদে নিয়োগ হলে সাধারণ মানুষের হয়রানির দিনও শেষ হবে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরে কর্মরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের অতিরিক্ত চাপও কমবে অনেকটাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular