HomeDADA বৃদ্ধির সাথেই বাড়তে পারে HRA, জোড়া সুখবর দিতে পারে কেন্দ্র!

DA বৃদ্ধির সাথেই বাড়তে পারে HRA, জোড়া সুখবর দিতে পারে কেন্দ্র!

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।খুব শীঘ্রই সুখবর পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মীরা। জুলাই মাসে ফের মহার্ঘ ভাতা(Dearness Allowance Hike) বাড়ানো হতে পারে। তাছাড়া অষ্টম বেতন কমিশন(8th Pay Commission) গঠন করার জন্য রেলওয়ের একটি সমিতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি বেতন কাঠামো নিয়েও অনেক পরিবর্তন আসতে পারে খুব শীঘ্রই।

তবে শুধুমাত্র এই সুখবরই নয়, কেন্দ্র সরকারি কর্মচারীদের আরো একটি বড় সুখবর দিতে পারে কেন্দ্র। বাড়ানো হতে পারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের HRA বা ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স'(House Rent Allowance)।

বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। শোনা যাচ্ছে যে চার শতাংশ হারে বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা কিছুদিনের মধ্যে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি মাসে পুনরায় বাড়ানো হবে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা(Central Dearness Allowance)। তখন চার শতাংশ বাড়ানো হলে কর্মচারীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন, যা তাদের মূল বেতনের পঞ্চাশ শতাংশর সমান হবে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের House Rent Allowance বাড়ানো হতে পারে ৩ শতাংশ হারে। গত ২০২১ সালের জুলাই মাসে শেষবারের মতো বাড়ানো হয়েছিল House Rent Allowance। প্রায় দু বছর পর ফের এই ভাতা আবার বাড়তে চলেছে। বিভিন্ন মহল থেকে এই খবরগুলি শোনা গেলেও সরকারের তরফ থেকে অফিসিয়ালি(Government Official Statement) কোন কিছু জানানো হয়নি।

House Rent Allowance দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা(Central Government Employees) বর্তমানে কোন শহরে কাজ করছেন তার ওপর ভিত্তি করে। ‘X’ ক্যাটেগরি, ‘Y’ ক্যাটেগরি’ এবং ‘Z’ ক্যাটেগরি হিসাবে শহরগুলিকে ভাগ করা হয়। বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এই ভাতা পেয়ে থাকেন।

‘X’ ক্যাটেগরিতে ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’:

যে সমস্ত এলাকায় ৫০ লক্ষ বা তার বেশি সংখ্যক মানুষ বাস করেন, সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ২৪% হারে হাউস রেন্ট এলোয়েন্স পেয়ে থাকেন।

‘Y’ ক্যাটেগরিতে ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’:

যে সমস্ত এলাকায় ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ মানুষ বাস করেন, সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ১৬% হারে হাউস রেন্ট এলোয়েন্স পেয়ে থাকেন।

‘Z’ ক্যাটেগরিতে ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’:

যে সমস্ত এলাকায় ৫ লক্ষর কম সংখ্যক মানুষ বাস করেন, সেখানে সপ্তম বেতন কমিশনের(7thPay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ৮% হারে হাউস রেন্ট এলোয়েন্স পেয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular