HomeMoneyঅনলাইনে কিভাবে তুলবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা? জেনে নিন বিস্তারিত।

অনলাইনে কিভাবে তুলবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা? জেনে নিন বিস্তারিত।

সরকারি এবং বেসরকারি বিভাগে কর্মরত কর্মীদের নির্দিষ্ট বেতন ছাড়াও আলাদা আলাদা সেক্টর অনুযায়ী বিভিন্ন ভাতা(Allowance) দেওয়া হয়। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড(Emoloyees Provident Fund) অনেক সরকারি এবং বেসরকারি বিভাগে কর্মরত কর্মীরা পেয়ে থাকেন তাদের অবসর পরবর্তী জীবনের নিরাপত্তার জন্য। এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO এর দ্বারা পরিচালিত হয় এটি।

এমপ্লয়িস প্রফিডেন্ট ফান্ড স্কিম বর্তমানে ৮.১৫ শতাংশ সুদের হার দেয়। অবসর গ্রহণের পর সরকারি বা বেসরকারি সেক্টরে কর্মরত কর্মীরা তাদের জমা করা সমস্ত আমানত সুদসহ ফেরত পান এই স্কিমের মাধ্যমে। তবে বিশেষ কিছু পরিস্থিতিতে এই টাকা অবসর গ্রহণের আগেই তুলে নিতে পারেন কর্মীরা। কোন জরুরী প্রয়োজন বা নির্দিষ্ট উদ্দেশ্যে আর্থিক প্রয়োজন হলে এই টাকা তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়। অসুস্থতা, বাড়ি নির্মাণ, উচ্চশিক্ষা বা অন্যান্য বিশেষ কোন কাজের জন্য কর্মীরা এই টাকা জরুরি ভিত্তিতে তুলে থাকেন।

কিন্তু EPF এর টাকা তোলার(EPF Withdraw) নিয়ম বেশ জটিল, তাই সরাসরি এই টাকা তুলে নিতে পারেন না কর্মীরা। প্রয়োজনের সময় এই টাকা তুলতে গেলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তবে গ্রাহকদের উন্নতমানের সেবা দেওয়ার জন্য এই বিষয়টি নিয়েও চিন্তার মধ্যে রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংস্থা। সেজন্যই প্রভিডেন্ট ফান্ড সংস্থার তরফ থেকে একটি অনলাইন পদ্ধতি চালু করা হয়েছিল, যার মাধ্যমে যে কোন কর্মচারী অনলাইনের মাধ্যমে ঘরে বসেই এই টাকা তুলতে পারবেন।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

অনলাইনে কিভাবে তুলবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা?

প্রথমে এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটে থাকা এডভান্স ক্লেম অনলাইন অপশন এ ক্লিক করতে হবে। সেখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর 31 নম্বর ফর্মটি সিলেক্ট করতে হবে এবং কেন প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে চান সেই কারণটি লিখতে হবে। তাছাড়া আপনি কত টাকা তুলতে চান তার পরিমাণ, আপনার ঠিকানা এবং আধার যাচাই করতে হবে। এবং আপনার মোবাইলে আসা একটি ওটিপি দিতে হবে। এভাবেই পুরো প্রক্রিয়াটি আপনি ঘরে বসে অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular