HomeEducation Newsপারফিউশনিস্ট হতে চান? কী নিয়ে পড়াশোনা করবেন স্নাতকের পরে? বিস্তারিত জেনে নিন।

পারফিউশনিস্ট হতে চান? কী নিয়ে পড়াশোনা করবেন স্নাতকের পরে? বিস্তারিত জেনে নিন।

Perfusionist, পেশাটির সাথে পরিচিত খুব কম ব্যক্তি।বেশিরভাগ কেউ নামই শোনেননি এই পেশার। এই Perfusionist আদপে কী? নামের সঙ্গে পেশার যদিও তেমন মিল নেই বললেই চলে। আসুন আগে জেনে নেওয়া যাক এই Perfusionist পেশা সম্পর্কে।

এখানে পারফিউ বা Perfu শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে Performance এর অংশ হিসেবে। অর্থাৎ যিনি কিনা প্রদর্শনে অভিজ্ঞ(Expert)। অস্ত্রোপচারের জগতেই এই পেশার নাম শোনা যায়। সার্জেনের (Surgeon) পর এই পেশাদারদের কদর এবং চাহিদা সব থেকে বেশি হয়ে থাকে। (How to become a perfusionist?)

কাদেরকে বলা হয় Perfusionist?
যাঁরা হৃৎপিণ্ড, ফুসফুস (Heart, Lungs) বা এই ধরণের অঙ্গের অস্ত্রোপচারে (Operation) প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করে থাকেন, তাঁদেরকে বলা হয় Perfusionist বা পারফিউশনিস্ট।

এদের প্রধান কাজ কী?
অস্ত্রোপচারের সময় যে সমস্ত যন্ত্রের সাহায্যে কোনও ব্যক্তির হৃৎপিণ্ড, ফুসফুস-সহ (Heart and Lungs) অন্যান্য অঙ্গ কতটা সচল রয়েছে তা বোঝা যায় সেটির দিকে নজর রাখা এঁদের প্রধান কাজ। এছাড়াও এই পেশার মানুষেরা বাইপাস সার্জারির (Bypass Surgery) মত ক্ষেত্রে যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচারের (Operation) কাজটি করে থাকেন।

কারা আসতে পারেন এই পেশায়?
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন এবং প্রাণিবিদ্যা (Physics, Chemistry and Biology) নিয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ (12th Pass) হয়েছেন, তাঁরা স্নাতক স্তরে Bachelor of Science in Perfusionist Technology নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

প্রসঙ্গত বলে রাখি যে ডিগ্রি কোর্সের (Degree Course) পাশাপাশি Bachelor of Science in Cardio Pulmonary Perfusion Technology কিংবা Diploma in Perfusion Cardiac Surgery Technician এর কোর্সও করতে পারবেন শিক্ষার্থীরা।

কী কী সুযোগ আছে এই বিষয়ে পড়াশোনাতে?
পড়াশোনা চলাকালীন সময়েই পাওয়া যাবে ইন্টার্নশিপ (Internship) করার সুযোগ। চিকিৎসা ক্ষেত্রে কাজ শেখার সম্ভাবনা এখানে প্রবল থাকে। সাথে থাকে আধুনিক যন্ত্রপাতির (Modern Machines) সঙ্গে প্রাথমিক পরিচয় সেরে নেবার সুযোগ। এই অভিজ্ঞতা (Experience) পরবর্তী সময়ে দিয়ে দেয় ভালো রকম কাজের সুযোগ।

যদি আপনি এই বিষয়ে স্নাতক স্তরে পড়ার পরে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করতে চান তবে এই বিষয়ে পাবেন আরো জ্ঞান এবং অভিজ্ঞতা সঞ্চয় (Knowledge and Experience) করার সুযোগ। তবে হ্যাঁ, Perfusionist Technology ছাড়াও Cardiovascular Perfusion এবং Cardiovascular Science নিয়েও আপনি পারেন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে।

কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ:
সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা যেমন National Eligibility Test কিংবা Jaharlal Institute of Postgraduate Medical Education and Research Examination -এ উত্তীর্ণ হলে পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে মেলে অগ্রাধিকার।

কোনও প্রশিক্ষণ নেওয়া কী আবশ্যক?
স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলে শংসাপত্র(Certificate)। তবে আপনি যতক্ষণ না একজন Certificated Cardiovascular Perfusionist হিসেবে লাইসেন্স অর্জন না করছেন, ততক্ষণ আপনি এই বিষয়ে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবেন না। এই সার্টিফিকেট মূলত দেওয়া হয় Board of Cardiovascular Perfusion-India এর তরফ থেকে।

এই পেশায় সুযোগ কেমন?
সরকারি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে বর্তমানে আধুনিক যন্ত্রের সাহায্য অস্ত্রোপচার (Operation with Modern Machines) করা হয়ে থাকে। তাই নতুন এই পেশাতে আসা মানুষদের জন্য রয়েছে সুযোগ। আবার যে সমস্ত প্রার্থীর এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে, প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপের শংসাপত্র (Certificate) রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই বিষয়ে পেশাদার জীবন অগ্রাধিকার পায়।

বেতন:
নতুন যাঁরা এই পেশাতে প্রবেশ করবেন তাঁরা প্রাথমিকস্তরে মাসে ৩০ থেকে ৪৫ হাজার টাকা বেতন হিসেবে পাবেন। পরবর্তীকালে অভিজ্ঞতার (Experience) নিরিখে এই বেতন বৃদ্ধি পাবে।

শেষ কিছু কথা:
প্রযুক্তি নির্ভর অস্ত্রোপচারের ক্ষেত্রে পেশাদার পারফিউশনিস্টদের (Perfusionist) চাহিদা ক্রমশই বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-২০২৩ এই সময়সীমার মধ্যে ১৫ থেকে ২২ শতাংশ বেশি চাহিদা বেড়েছে এই পেশায়। চিকিৎসা ক্ষেত্রে দ্রুতগতিতে বাড়ছে এই পেশার মানুষের চাহিদা(Demand)। যা আমাদের সকলের ভবিষ্যতকে আরো উন্নত করে তুলছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular