আপনি কি SC, ST বা OBC সম্প্রদায়ভুক্ত? তাহলে বেশ কিছু সরকারি সুযোগ-সুবিধা এবং স্কলারশিপের ব্যবস্থা রয়েছে রাজ্য এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে। তবে তার জন্য অবশ্যই একটি ভ্যালিড Cast Certificate থাকা প্রয়োজন। আপনারও যদি কোনরকম কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি তৈরি করে নিতে হবে।
আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করার পদ্ধতি।(How To Apply For Caste Certificate?)
জাতিগত শংসাপত্র কোথা থেকে দেওয়া হয়?
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়ে থাকে।
কোন ফর্ম পূরণ করতে হবে?
SC, ST, OBC বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত ব্যক্তিকে 1A ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
ফর্ম কোথায় পাবেন?
পশ্চিমবঙ্গ থেকে যারা কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চান, তারা দুয়ারে সরকার(Duare Sarkar) ক্যাম্প থেকে এই ফর্মটি তুলতে পারবেন। আবেদন করার সময় প্রত্যেকটি ফর্ম এর পিছনে দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যক।
নথি কি কি দরকার?
- পশ্চিমবঙ্গর স্থায়ী আদি বাসিন্দা বা ভূমি পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা খাদ্য সাথী কার্ড এর প্রতিলিপি জমা করতে হবে।
- বাবার বংশের দিক থেকে কোন একজনের জাতিগত শংসাপত্র থাকলে সেটি জমা করতে হবে।
- ওবিসি সার্টিফিকেট এর জন্য আবেদন করার জন্য আবেদনকারী যে ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত নন, তার প্রমাণপত্র আপলোড করতে হবে।
- পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড (Voter Card) বা আধার কার্ড (Adhaar Card) জমা করতে হবে।
- একটি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পের থেকে কোনোভাবে ফর্ম নিতে অসমর্থ হন l, তাহলে অনলাইনের মাধ্যমে castecertificatewb.gov.in পোর্টাল থেকে আবেদন করতে পারবেন।