HomeNewsনভেম্বর মাসে কত দিন ছুটি স্কুল কলেজ? সরকারি কর্মীরা কবে কবে ছুটি...

নভেম্বর মাসে কত দিন ছুটি স্কুল কলেজ? সরকারি কর্মীরা কবে কবে ছুটি পাবেন? দেখুন বিস্তারিত।

চলছে অক্টোবর মাস, কিছুদিন আগেই শেষ হলো বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো(দুর্গা Puja)। আর দুর্গা পূজা উপলক্ষে ছুটি ছিল রাজ্যের সমস্ত স্কুল-কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলি। নভেম্বর মাস আসতে চলেছে, আর নভেম্বর মাসেও বেশ কয়েকদিন ছুটি(WB Holiday) পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। তাছাড়া স্কুল এবং কলেজও ছুটি থাকবে বেশ কয়েকদিন।

রাজ্যে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তর(Finance Department West Bengal)। রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করা ছুটির তালিকা(West Bengal Government Holiday List) অনুযায়ী নভেম্বর মাসেও রয়েছে বেশ কয়েকটি ছুটি। তবে বিভিন্ন রাজ্যে এই ছুটির(Holidays In November) পরিমাণ কম বেশি হতে পারে। আমাদের রাজ্যে নভেম্বর মাসে লম্বা ছুটি পেতে চলেছেন সরকারি স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা।

নভেম্বর মাসে রয়েছে একগুচ্ছ উৎসব। কালীপূজা, ভাইফোঁটাসহ একাধিক উৎসব রয়েছে এই মাসে। তাছাড়াও রয়েছে দীপাবলি উৎসব, শিশু দিবস এবং গুরু নানকের জন্মবার্ষিকী। তাই ছুটির আমেজেই কাটতে চলেছে নভেম্বর মাস।

দেখে নিন নভেম্বর মাসের ছুটির তালিকা:

৫ ই নভেম্বর, রবিবার।
১২ ই নভেম্বর, দীপাবলি।
১৫ ই নভেম্বর, ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা।
১৯ শে নভেম্বর, রবিবার।
২৪ শে নভেম্বর, ছট পূজা।
২৬ শে নভেম্বর, রবিবার।
২৭ শে নভেম্বর, গুরু নানক জয়ন্তী।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

১৪ ই নভেম্বর শিশু দিবস শুভ হলেও এই দিন সরকারি ছুটি থাকে না। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে এই দিনটিকে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। এছাড়াও গোবর্ধন পূজা, কনক দশা জয়ন্তী সহ আরো একাধিক ছুটি রয়েছে এইমাসে। তবে এই সমস্ত ছুটি আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ নয়। বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা উৎসবের কারণে সেখানকার সরকারি কর্মচারীরাও ছুটি পেতে চলেছেন।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলির তরফে অতিরিক্ত ছুটি দেওয়া হয় পূজোর সময়ে, সেক্ষেত্রে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত আরও বেশ কয়েকটি ছুটি পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular