পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর। রাজ্য স্বাস্থ্য মিশনের (West Bengal Health Missions)আওতায় বিভিন্ন পঞ্চায়েত এলাকায় নিয়োগ হতে চলেছে আশা কর্মীদের (Asha Recruitment WB)। পুরুষেরা কোনরকম আবেদন করতে পারবেন না এবং শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
আশা কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিধবা,বিবাহ বিচ্ছিন্ন,বিবাহিত সকলেই আবেদন করতে পারবেন শূন্যপদ গুলিতে।
রাজ্যে আশা কর্মী নিয়োগে যোগ্যতা, বয়স সীমা, কিভাবে আবেদন করবেন, ইত্যাদি বিষয়গুলি নিচে বিস্তারিত দেওয়া হলো।
পদের নাম-
আশা কর্মী
মোট শূন্যপদ-
মোট ৭৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আরামবাগ ব্লক- ৩৭ টি
চন্দননগর ব্লক- ৩৭ টি
মাসিক বেতন-
এই বিষয়ে কিছু বলা হয়নি। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পঞ্চায়েতের অধীনস্থ আশা কর্মীরা প্রতিমাসে ৪৫০০ টাকা বেতন পান। এছাড়া কাজের উপর ভিত্তি করে উৎসাহ ভাতা দেওয়া হয়।
আবেদন শুরু- ৪.৩.২০২৩
আবেদন শেষ- ২৪.৩.২০২৩
বয়সসীমা-
৩০ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১.১.২০২৩ তারিক হিসাবে বয়স গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।
আবশ্যিক যোগ্যতা-
মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওই এলাকার বাসিন্দা হলে তবেই আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
নিয়োগ পদ্ধতি-
অফলাইনে আবেদনের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
অফলাইনের আবেদন করা যাবে। নিচে দেওয়া লিংকগুলি থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে তা নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।সাথে, বায়োডাটা, শিক্ষাগত সার্টিফিকেট এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
যে প্রার্থীরা যে ব্লকের জন্য আবেদন করবেন, তাদেরকে সেই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
The Block Development Officer,
__ Devlopment Block.
At___ B.D.O Office,
At___P.O__P.S__,
Dist: Hoogly (W.B)
Pin-__
আবেদনপত্র ডাউনলোড করার লিংক:
আরামবাগ ব্লক: Download Now
চন্দননগর ব্লক: Download Now
Important Links:
Arambag Notification link:https: Download Now
Chandannagar Notification link: Download Now
Official Website: https://hooghly.nic.in/