HomeJob updatesরাজ্যের সরকারি দপ্তরে সুপারভাইজার নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের সরকারি দপ্তরে সুপারভাইজার নিয়োগ, জানুন বিস্তারিত।

কলকাতার Hindustan Copper Limited Department এর বিভিন্ন বিভাগে সুপারভাইজার নিয়োগ (Recruitment of Supervisor) করা হবে। ভারত তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই করা যাবে আবেদন। নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে। (HCL Recruitment)

Employment No.:

Estt./1/2018/2023-24

পদের নাম:

i) Supervisor (Mining)
ii) Supervisor (Survey)
iii) Supervisor (Mechanical)
iv) Supervisor (Electrical)
v) Supervisor (Company Secretary)
vi) Supervisor (Finance)
vii) HR

মোট শূন্যপদ:

৬৫ টি। (Mining- ৪৯ টি, Survey- ২ টি, Mechanical- ২ টি, Electrical- ৮ টি, Company Secretary- ২ টি, Finance- ১ টি, HR- ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) Mining, Survey, Mechanical, Electrical বিভাগে Supervisor পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Diploma or Bachelor Degree in Mining, Survey, Mechanical, Electrical Engineering বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী (Degree) থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম তিন থেকে পাঁচবছরের কাজের অভিজ্ঞতা (Experience) সম্পন্ন হতে হবে প্রার্থীকে।
iii) প্রার্থীদের ICS পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
iv) এছাড়াও Chartered Accountant অথবা HR এবং MBA তে Diploma যুক্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিরা ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা পর্যন্ত বেতন পাবেন।

বয়সসীমা:

ইচ্ছুক আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২৩ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে একটি মুখবন্ধ খামে (Sealed Envelope) পূরণকরা আবেদনপত্র, নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

General Manager (HR) Hindustan Copper Limited, Tamra Bhavan, 1,
Ashutosh Chowdhury Avenue,
Kolkata – 700019

আবেদনের শেষ তারিখ:

১৩ সেপ্টেম্বর, ২০২৩

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular