HomeEducation Newsবদল আসতে চলেছে উচ্চমাধ্যমিকের সিলেবাসে! কবে থেকে শুরু হবে নতুন পাঠ্যক্রম? সংসদ...

বদল আসতে চলেছে উচ্চমাধ্যমিকের সিলেবাসে! কবে থেকে শুরু হবে নতুন পাঠ্যক্রম? সংসদ কী বলছে জানা যাক।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে বদলেছে বিজ্ঞান বিভাগের সিলেবাস(Syllabus of Science Department)। আগামী শিক্ষাবর্ষ থেকে কলা এবং বাণিজ্য বিভাগেও (Arts and Commerce Department) পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেবাস আপামর পুরোপুরি না বদলে গেলেও, বেশ কিছু বিষয়ে আসবে পরিবর্তন। সম্প্রতি একটি বৈঠকে এমনটাই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য(Chiranjib Bhattacharya)। আরো কী জানা যাচ্ছে? আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

গত শুক্রবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) বলেন যে, বিজ্ঞান বিভাগের সিলেবাসে (Syllabus of Science Department) ইতিমধ্যেই পরিবর্তন আনা হয়েছে Central Board of Secondary Education অর্থাৎ CBSE Board এর ধাঁচে।পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই পরিবর্তন আসতে চলেছে উচ্চমাধ্যমিকের কলা এবং বাণিজ্য বিভাগেও(Arts and Commerce Department)।

আগামী বছরের শিক্ষার্থীরা অর্থাৎ যারা ২০২৪ সালে কলা ও বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণিতে (Class of 11th) ভরতি হবে, তারা পরিবর্তিত সিলেবাস (Changed Syllabus) মেনেই শুরু করবে পড়াশোনা। আরো স্পষ্ট ভাষায় বলা যায় যে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরের বছর অর্থাৎ ২০২৪ সালে সোজা ভাষায় বলতে গেলে ২০২৪ সালে যারা মাধ্যমিক দেবে, তারা যখন একাদশ শ্রেণিতে কলা বা বাণিজ্য বিভাগে (Arts and Commerce Department) ভর্তি হবে, তখন তারা নতুন সিলেবাসে পড়াশোনা করবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

অন্যদিকে, এমনিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) মতে, যুগ বদলেছে আর তাই উচ্চমাধ্যমিকের কলা এবং বাণিজ্য বিভাগকে যুগোপযোগী করে তোলা হচ্ছে। যার ফলে অদূর ভবিষ্যতে (In Near Future) আগামী প্রজন্ম উপকৃত হবেন। উচ্চমাধ্যমিকের কলা এবং বাণিজ্য বিভাগের (Arts and Commerce Department of Higher Secondary) পড়ুয়ারা এর ফলে লাভবান হবেন।

কিন্তু এখন সকলের মনেই প্রশ্ন আসতে পারে যে হঠাৎ কেনো CBSE বোর্ডের ধাঁচে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে শিক্ষা মহলের সূত্রে জানানো হয়েছে যে, ছাত্রছাত্রীরা পড়াশোনার পরে যখন চাকরির জন্য পরীক্ষা দিতে আগ্রহী হন, তখন সেই পরীক্ষাগুলি সর্বভারতীয় স্তরে CBSE Board এর ধাঁচেই হয়ে থাকে। এতদিন এই ধাঁচে পড়াশোনা না করার জন্য রাজ্যের শিক্ষার্থীদের পড়তে হতো সমস্যায়।

আশা করা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে উপকৃত হবে ভবিষ্যত প্রজন্ম তথা ছাত্রসমাজ। উল্লেখ্য যে বহুদিন ধরেই CBSE বোর্ডের ধাঁচে পাঠ্যক্রম শুরু করার দাবি তোলা হচ্ছিলো এবং শেষমেশ তা হতে চলেছে এবং তাতে স্বভাবতই খুশি ছাত্রছাত্রীরা।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular