HomeEducation Newsআপনি কি B.Tech Engineer? আরও উচ্চশিক্ষিত হতে চান? তাহলে এই সুযোগ হাতছাড়া...

আপনি কি B.Tech Engineer? আরও উচ্চশিক্ষিত হতে চান? তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না।

অনেকেই এমন আছেন যাঁরা বর্তমানে ভালো জায়গায় কর্মরত হলেও নিজের শিক্ষার দক্ষতা আরো বৃদ্ধি করতে চান। কিন্তু একবার চাকরিতে ঢুকলে আর পড়াশোনা করার সময় অথবা সুযোগ পান না বেশিরভাগ মানুষই। কিন্তু আর না এবার এমন মানুষের জন্য দারুণ সুযোগ এনে দিলো দেশের প্রযুক্তি শিক্ষার নিয়ামক সংস্থা ‘All India Council for Technical Education’ অর্থাৎ AICTE!

তবে হ্যাঁ শুধুমাত্র বিজ্ঞান মাধ্যমে পড়াশোনা করে থাকা ব্যক্তিরাই এই সুযোগ পাবার যোগ্য। সম্প্রতি এই সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের কয়েকশো ইঞ্জিনিয়ারিং কলেজ-বিশ্ববিদ্যালয়ের চাকুরিজীবীদের জন্য বিশেষ বি-টেক এবং ডিপ্লোমা কোর্সের (B.Tech and Diploma Course) ছাড়পত্র দেওয়া হয়েছে।

এই সুযোগ পেয়েছে পশ্চিমবঙ্গের একাধিক বেসরকারি কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান। এইভাবে ইঞ্জিনিয়ারিং পাশ (Engineering Passed) করতে পারবেন কিছু নির্বাচিত বিষয়ে কর্মরতরা তাঁদের চাকরির পাশাপাশি। সাথে রয়েছে ডিপ্লোমার সুযোগও। সবথেকে ভালো ব্যাপার হলো যে ক্লাসগুলো হবে ছুটির দিনে তাও আবার সন্ধায়। ফলে কাজের কোনোরকম ক্ষতি হবেনা।

কিন্তু হঠাৎ কি ভেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো?কি জানা গেছে? জানা গেছে যে, দেশ জুড়ে ক্রমশ হ্রাস পাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার সংখ্যা। সারা দেশের প্রায় ৫০ শতাংশ আসন ফাঁকা যাচ্ছে সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও। শিক্ষার মানও তলানিতে ঠেকেছে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

আবেদনের শেষ তারিখ:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে আগামীকাল অর্থাৎ ৩০ অক্টোবরের মধ্যে।

আবশ্যিক যোগ্যতা:

যেসব প্রার্থী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এবং অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা (Work Experience) আছে শুধুমাত্র তাঁরাই আবেদনের জন্য যোগ্য।

বয়সসীমা:

বয়সসীমা উল্লেখ করা হয়নি।

কোর্সের সময়সীমা:

B.Tech: এই কোর্সটি চার বছরের।
Diploma: এই কোর্সটি তিন বছরের।

বিঃ দ্রঃ: কোর্সদুটির ক্ষেত্রে আপাতত দ্বিতীয় বর্ষ (Second Year) থেকে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে।

চাকুরীরত অনেক প্রার্থীই এইভাবে আবারও নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আশাবাদী। দেশে বর্তমানে এমনিতেই AI, Data Science ইত্যাদি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে সুতরাং এই সুযোগের ফলে দেশের অনেক উন্নতি ঘটবে এই বিষয়েও সকলে আশাবাদী।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular