হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর পক্ষ থেকে ITI পাশে চাকরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যে কোন রাজ্যের বাসিন্দারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন। এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই ছেলে এবং মেয়েরা শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, শূন্যপদ ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো। আরও বিশদ তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
পদের নাম-
ELECTRONIC MECHANIC
COPA
FITTER
এছাড়া ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডিজেল মেকানিক ইত্যাদি বেশ কয়েকটি পদ রয়েছে।
মোট শূন্যপদ-
মোট ১৭৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে। বেশিরভাগ শূন্যপদগুলি ইলেকট্রনিক মেকানিক, কোপা এবং ফিটার এর মধ্যে সীমাবদ্ধ। এবং অন্যান্য পদগুলিতে শূন্যপদ কোথাও একটি বা দুটি।
মাসিক বেতন-
মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানানো নেই। তবে, Act 1961 অনুযায়ী প্রার্থীদেরকে প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা-
প্রার্থীদের বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই।
আবশ্যিক যোগ্যতা-
নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ করা প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পদের জন্য সেই বিভাগে ITI পাস করা আবশ্যিক।
নিয়োগ পদ্ধতি-
প্রার্থীদের কোনোরকম অনলাইন বা অফলাইন পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই।
আবেদন পদ্ধতি-
প্রয়োজনের সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করতে হবে। তবে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে আগে রেজিস্টার করে সেই কপিটি সঙ্গে রাখতে হবে।
আবেদন পদ্ধতি সংক্রান্ত কোনরকম প্রশ্ন থাকলে আপনারা এই ইমেলে প্রশ্ন করে সমাধান পেতে পারেন। trg.hyd@hal-india.co.in”.
ইন্টারভিউ এর ঠিকানা –
Auditorium,
Behind Department of Training & Development,
HINDUSTAN AERONAUTICS LIMITED,
Avionics Division, Balanagar,
Hyderabad- 500042
Important Links
ইন্টারভিউয়ের তারিখ:
১৭/০৫/২০২৩ থেকে ১৯/০৫/২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here