HomeMoneyসরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য অনলাইনে PF-এর গাইডলাইন প্রকাশ করল অর্থ দফতর,...

সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য অনলাইনে PF-এর গাইডলাইন প্রকাশ করল অর্থ দফতর, জানুন বিস্তারিত।

অনলাইনে Provident Fund অর্থাৎ PF পরিষেবা চালু করার আগে সকল শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য নতুন Guidelines প্রকাশ করা হলো অর্থদপ্তরের তরফে। গত শুক্রবার অর্থ দফতর এবং E-governess বিভাগের তরফে যুগ্মভাবে বিজ্ঞপ্তি জারি করে এই নতুন গাইডলাইনের কথা (New Guideline) ঘোষণা করা হয়েছে।

বিগত কয়েক বছর ধরেই স্কুল শিক্ষক এবং সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে PF (Online Provident Fund) পরিষেবার চালু করার আলোচনা চলছিলো অর্থ দফতরে। নবান্নের সূত্র অনুযায়ী পূর্ববর্তী কয়েক মাসের মধ্যেই এই প্রসঙ্গে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেছিলো অর্থ দফতরের (Finance Department) তরফে।

তবে যেহেতু বিগত সময়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ঘোষণা করা হয়েছিল, সেহেতু স্থগিত হয়েছিলো এই বিষয়ে ঘোষণার ব্যাপারটি। গত বুধবার পঞ্চায়েত ভোটের পর্ব মিটে যাওয়ার পরেই সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক, এবং শিক্ষাকর্মীদের জন্য Online PF পরিষেবার নতুন এই গাইডলাইন (Guideline) প্রকাশ করা হলো নবান্নের তরফে।

সূত্র অনুযায়ী জানা গেছে যে, আগামী সপ্তাহ থেকেই Pilot Project হিসেবে উত্তর ২৪ পরগনা জেলায় কাজ শুরু হবে। এই পরিষেবার কাজ দ্রুত শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে Directorate of Pansion Provident Funds and Group Insurance অর্থাৎ DPPG কে। অনলাইন পোর্টালে (Online Portal) দ্রুত PF এর জন্য তথ্য আপলোড করবে তারা।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

নতুন এই Guideline এ ঠিক কি বলা হয়েছে?

Guideline এ বলা হয়েছে যে প্রতিটি শিক্ষক, শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে (Govt Employee Account) সারা বছরের মোট জমা অর্থের সুদ ঠিক সময়মতো দেওয়া হবে আর এটির কাজ সম্পন্ন করবে DPPG!

DPPG কোন মাধ্যমে এই কাজগুলি সম্পন্ন করবে?
DPPG এই কাজগুলি সম্পন্ন করবে Treasury এবং Pay and Accounts দফতরের মাধ্যমে।

DPPG এর মাধ্যমে এই কাজগুলি কিভাবে করা হবে?
DPPG তে দফতর পিছু একজন করে Nodal Officer থাকবেন যাঁদের দায়িত্ত্ব হবে দফতরের সঙ্গে DPPG এর সমন্বয় রক্ষা করে যাবতীয় কাজকর্ম সুস্থভাবে করবেন।

শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে Online PF প্রক্রিয়া কেমন হবে?
i) শিক্ষক এবং শিক্ষাকর্মীদের Online PF অ্যাকাউন্টের অনুমোদনের দায়িত্বে থাকবেন তাঁদের স্কুলের প্রধানশিক্ষকেরা।
ii) সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যে IOSMS পোর্টালটি বর্তমান, সেই পোর্টালের মাধ্যমেই DPPG এর পোর্টালে পাঠানো হবে সমস্ত তথ্য।
iii) সকল সরকারী কর্মচারীদেরই একটি System Generator Account Number দেওয়া হবে যা আসলে Online PF Account Number!
iv) এর সাথেই প্রত্যেক শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের Log in ID দেওয়া হবে যা দিয়ে তারা নিজেদের PF Account এর সমস্ত তথ্য জানতে পারবেন।
v) এই PF Account এর বিনিময়ে আবেদন করলেই তাঁরা Loan অর্থাৎ ঋণও পেতে পারবেন।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকারের (Bijan Sarkar) মতে এই Online PF Account চালু হলে আগামী দিনে সরকারি কর্মচারীদের সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সমস্যা এক ধাক্কায় অনেকটাই মিটে যাবে। যদিও বিরোধী পক্ষ বাম জানাচ্ছে যে এটি তাদের দুবছর আগের করা একটি দাবি ছিলো যা এতদিনে রাজ্য সরকার (State Government) মেনে নিয়েছে।

এতে স্বাভাবিকভাবেই সকলেই খুশি। ভবিষ্যতে এর ফলে অনেক উপকার হবে এটিই মনে করা হচ্ছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular