HomeJob updatesGRSE-তে ২৪৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

GRSE-তে ২৪৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি Garden Reach Shipbuilders & Engineers Limited এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(GRSE Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের(GRSE Apprentice Recruitment 2023) জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

GRSE Recruitment 2023 নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

এপ্রেন্টিস।
বেশ কয়েকটি আলাদা আলাদা বিভাগে প্রার্থীদের নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ-

মোট 246 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদন শেষ-

29/10/2023

বয়সসীমা-

14 থেকে 26 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী বয়সসীমার পার্থক্য আছে। এজন্য আপনারা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন।

আবশ্যিক যোগ্যতা-

সংশ্লিষ্ট ক্ষেত্রে All India Trade Test (AITT)/ITI/Degree/Diploma থাকতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

নিয়োগ পদ্ধতি-

মেরিটের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Apply) করতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে https://www.apprenticeshipindia.gov.in এ ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

এরপর www.grse.in ওয়েবসাইটে গিয়ে লগইন করে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন সম্পূর্ন করতে হবে।

Important Links-

Application Form: Click Here
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular