শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আসতে চলেছে। বহুদিন অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে। শোনা যাচ্ছে যে, কিছুদিনের মধ্যেই সরকারের তরফ থেকে এই ভালো খবরটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। সরকার প্রতি ১০ বছরে একবার বেতন কমিশন গঠন করে। সূত্রের খবর সপ্তম বেতন কমিশনের পরই পরবর্তী বেতন কমিশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী বছর লোকসভা ভোট রয়েছে, সম্ভবত তার আগেই সমস্ত বিষয়টি প্রকাশ করবে কেন্দ্র সরকার। অতি শীঘ্রই এই বিষয়ে বড় কোনো আপডেট পেতে পারেন সরকারি কর্মচারীরা। অষ্টম বেতন কমিশন বলবৎ হলে এক ধাপে অনেকটাই বেতন বেড়ে যাবে সরকারি কর্মচারীদের। যা সরকারি কর্মচারীদের কাছে নিঃসন্দেহে একটি খুশির খবর।
সরকারের তরফ থেকে অফিসিয়ালি এই বিষয়ে কোনো আপডেট প্রকাশ করা হয়নি, তবে ভেতরে ভেতরে তাদের যে প্রস্তুতি চলছে তার বেশ কিছু আভাস পাওয়া গিয়েছে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে পরিকাঠামোর দিক থেকে অনেক পরিবর্তন আসবে। পাশাপাশি বাড়বে কর্মচারীদের ন্যূনতম সেলারি। সূত্রের খবর অনুযায়ী সরকার অষ্টম বেতন কমিশন আনার জন্য ফাইল তৈরি করছে। ধারণা করা যাচ্ছে যে, আগামী লোকসভা নির্বাচনের আগেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এই খুশির খবরটি প্রকাশ হবে।
তাছাড়া বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। বছরের শুরুতেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। প্রতিবছর দুবার করে মহার্ঘ ভাতা বাড়ানো হয়। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। শোনা যাচ্ছে যে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এবার থেকে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন।