HomeMoneyপূজোর ছুটির আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা, উদ্যোগ প্রশাসনের।

পূজোর ছুটির আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা, উদ্যোগ প্রশাসনের।

সরকারি কর্মচারীদের বেতন দেবার নিয়মটি হল, প্রত্যেক মাসের শেষ তারিখের আগেই তারা সেই মাসের সম্পূর্ণ বেতন পেয়ে যান। তবে এই নিয়মের ব্যতিক্রম হতে চলেছে রাজ্যে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারীদের বেতন(West Bengal Government Employees Salary) দুর্গাপূজার আগেই দিয়ে দেওয়া হবে। এই বিষয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন এবং নবান্নের তরফ থেকেও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

মূলত দূর্গা পূজার ছুটি(Durga Puja Holiday) শুরু হবার আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের প্রশাসন। এই প্রক্রিয়া দ্রুত সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। অক্টোবর মাসের শুরুতেই বিভিন্ন সরকারি অফিস এবং সরকারি স্কুলগুলিতে এই উদ্যোগ নেওয়া শুরু হয়ে গিয়েছে।

চলতি বছরের এই মাসে, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিনেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেতন নিয়ে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এই বার্তায় বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বেতন দেওয়ার প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত কাজ ৪ অক্টোবর তারিখের মধ্যেই শেষ করে ফেলতে হবে। রাজ্যের যে সমস্ত সরকারি স্কুল গুলি আছে, তার প্রধান শিক্ষকদেরও এই বার্তা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই বেতন দেওয়ার প্রক্রিয়া শেষ করার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

দুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো আর তার আগেই সরকারি কর্মচারীরা তাদের বেতন পেয়ে যাবেন। ক্যালেন্ডার মতে দুর্গাপুজো এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হলেও তার এক দুই সপ্তাহ আগেই থাকে অনেক কেনাকাটি, বেরোনো এবং আরো অনেক কাজ। তার জন্য মোটা টাকার প্রয়োজন হয়। প্রতি মাসে ১০ তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন দিয়ে দেওয়া হয়। তাই আশা করা যাচ্ছে যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই সরকারি কর্মচারীরা তাদের একাউন্টে বেতন পেয়ে যাবেন।

বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের বিবাদ চলছে বহুদিন ধরে। সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছে শীর্ষ আদালতে। এখনো পর্যন্ত ২০০ এর বেশি দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে আসছেন। এমন অবস্থায় অগ্রিম বেতন পেলে সমস্ত সরকারি কর্মচারীরা কিছুটা হলেও খুশি হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular