HomeNewsনিশ্চিতভাবে DA বাড়ছে সরকারি কর্মচারীদের। বাড়তি কত টাকা আসবে পকেটে?

নিশ্চিতভাবে DA বাড়ছে সরকারি কর্মচারীদের। বাড়তি কত টাকা আসবে পকেটে?

আগামী কিছুদিনের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কিছুদিনের মধ্যেই সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়তে চলেছে 4% ! সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের পকেটে আসতে চলেছে বাড়তি টাকা।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮% হারে মহার্ঘ্য ভাতা পান। ৪% বাড়লে এবার থেকে কর্মীরা পাবেন ৪২% হারে মহার্ঘ্য ভাতা পাবেন।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কি হিসাবে মহার্ঘ ভাতার হিসাব করা হয়?

মহার্ঘ ভাতার হিসাব করা হয় All India Consumer Price Index Avarage এর ওপর ভিত্তি করে। মহার্ঘ্য ভাতা বের করার অংকটি হলো:

{গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০।

রাষ্ট্রায়ত্ত কর্মচারীদের DA হিসাব করা হয় গত তিন মাসের AICPI এভারেজ এর ওপর গণনা করে।

৪২% মহার্ঘ্য ভাতা হলে কত টাকা পাবেন?

বর্তমানে ৩৮% হারে মহার্ঘ্য ভাতা দেওয়া হয়। যদি সেটা বেড়ে ৪২% হয়, যে কর্মচারীদের মাসিক বেতন বর্তমানে ১৮,০০০ টাকা, তাঁরা প্রতি মাসে DA বাবদ ৭,৫৬০ টাকা পাবেন এবং প্রত্যেক মাসে ৭২০ টাকা বেশি পাবেন।

এই হিসাবে প্রতি বছরে ওই কর্মচারীরা ৮,৬৪০ টাকা বেশি পাবেন।

যে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৫৩,১০০ টাকা, তাঁরা প্রতি মাসে DA বাবদ ২২,৩০২ টাকা পাবেন। প্রতিমাসে ৭২০ টাকা বেশি পাবেন।

এই হিসাব ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে ২৫,৪৮৮ টাকা বেশি পাবেন।

PTI এর প্রতিবেদন অনুযায়ী মহার্ঘ্য ভাতা ৪.২৩% বাড়ানোর কথা ছিল। তবে দশমিকের পরের সংখ্যা হিসাবের মধ্যে নেয়না সরকার। এই হিসাবে মহার্ঘ্য ভাতার বৃদ্ধির পরিমাণ ৪% হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular