ভোটের আগে সরকারি কর্মচারীদের সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার (Central Government)। স্বাস্থ্য বীমা, ছুটি সংক্রান্ত সুবিধা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
এতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের মহিলা কর্মী এবং তার পরিবার কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতেন। তবে এবার থেকে কেন্দ্র সরকারের হেলথ স্কিমে(National Health Scheme) অনুযায়ী পুরুষ সরকারি কর্মচারী(Central Government Employees) এবং তার পরিবারও স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে খুশি কর্মচারীরা।
সপ্তম পে কমিশনের বেসিক বেতন স্তর অনুযায়ী হেলথ স্কিমের আওতায় থাকা কর্মচারীদের জন্য হসপিটালে ওয়ার্ড বরাদ্দ থাকে। সেখানে সরকারি কর্মচারীদের চিকিৎসা, তার পরিবারের ওষুধ, চিকিৎসা সামগ্রী ইত্যাদি ক্রয় করতে হয় না। গত বুধবার একটি পর্যালোচনার মাধ্যমে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয় সরকারের(Central Government) আওতাধীন পুরুষ কর্মচারীরাও এবার থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন এবং পরিবারের সদস্য হিসেবে তারা মা বাবা, বা শ্বশুর-শাশুড়িকে বেছে নিতে পারবেন। তবে যথার্থ কারণ দেখাতে হবে।
তাছাড়া আগামী আগস্ট মাসে সরকারি কর্মচারীদের জন্য রয়েছে পরপর বেশ কয়েকটি ছুটি। ১২ই আগস্ট, ১৩ই আগস্ট ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। তারপর আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি থাকছে।
একটানা কাজের মধ্যে প্রায় পরপর তিনদিন ছুটি পেয়ে সরকারি কর্মচারীরা স্বাভাবিকভাবেই খুশি।