HomeJob updatesরাজ্যের সরকারি নার্সিং কলেজে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

রাজ্যের সরকারি নার্সিং কলেজে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

সম্প্রতি রাজ্যের সরকারি নার্সিং কলেজ অর্থাৎ Government College of Nursing এ কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে চুক্তিভিত্তিক এই কাজের কথা জানিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি West Bengal Health Recruitment এর ওয়েবসাইটে। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন। (WB Health Recruitment 2023)

পদের নাম:

Professor

শূন্যপদ:

৫টি

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Master of Science অর্থাৎ Msc ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীদের West Bengal Nursing Service/West Bengal General Service এর বিভাগে নুন্যতম ১২ বছরের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
iii) এছাড়াও উল্লিখিত বিষয়ে অর্থাৎ Nursing এ PhD/M. Phil ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ৫৮ বছরের কম হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৬৭ হাজার থেকে ১ লক্ষ ৭৩ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের West Bengal Health Recruitment Board এর Website এ গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাট (Format) অনুযায়ী সমস্ত জরুরি নথি জমা দিতে হবে।

আবেদন মুল্য:

আবেদন মুল্য হিসেবে ২১০ টাকা ধার্য করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া:

Merit List এবং Work Experience এর ভিত্তিতে যোগ্য প্রার্থীদের Interview নেওয়া হবে। Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular