গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gour Banga University) অধীনে থাকা কলেজগুলিতে শিক্ষা দফতরের নয়া নির্দেশিকা মেনে শুরু হচ্ছে স্নাতক স্তরে (Graduation Course) ভর্তির প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজগুলিতেই একসঙ্গে ভর্তির আবেদন প্রক্রিয়া (Registration Process) শুরু হবে। বিশদে জানুন।
কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া?
আগামী ১ জুলাই থেকেই শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া(Online Registration Process)।
কতগুলি কলেজে শুরু হতে চলেছে এই প্রক্রিয়া?
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gour Banga University) অধীনে থাকা ২৪টি ডিগ্রি কলেজ ও একটি ল-কলেজে (Degree College and Law College) একসঙ্গে শুরু হবে ভর্তির প্রক্রিয়া(Admission Process)।
সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gour Banga University) অধীনে থাকা সমস্ত কলেজগুলির প্রিন্সিপাল ও অধ্যাপকদের (Principal and Professor) নিয়ে একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বিষয়ে ইতিমধ্যেই প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি (Notification) জারি করা হয়েছে।
সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, এই বছরের নতুন শিক্ষানীতি মেনে চলতি শিক্ষা বর্ষ থেকেই মোট চার বছরের স্নাতক কোর্স (Graduation Course) চালু হচ্ছে। আবেদন প্রক্রিয়ার (Registration Process) জন্যও যে সমস্ত নির্দেশিকা শিক্ষা দফতর থেকে দেওয়া হয়েছে তা ঠিকমত মেনে অগ্রসর হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়(Gour Banga University)।
-Written by Riya Ghosh