HomeJob updatesFCI Recruitment: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি, বেতন প্রতি মাসে ৪০ হাজার+

FCI Recruitment: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি, বেতন প্রতি মাসে ৪০ হাজার+

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া(Food Corporation Of India) তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি (FCI Recruitment 2023) প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন শূন্যপদ গুলির জন্য।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এফসিআই (FCI)। এই পদে নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি বিষয় সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হলো।

পদের নাম-

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার(CE)
এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (EM)

মোট শূন্যপদ-

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার(CE):মোট ২৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে।
এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (EM): এখানে শূন্য পদ রয়েছে ২০টি।

মাসিক বেতন-

প্রতিমাসে ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন শেষ-

৩/০৪/২০২৩

আবশ্যিক যোগ্যতা-

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার(CE): যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering -এর Degree থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের Work Experience থাকলে আবেদন করতে পারবেন।

এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (EM): যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

অফলাইনে পাঠানো আবেদন পত্র গুলি বিচার বিবেচনা করে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন মূল্য-

এই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনে আবেদন করার দরকার নেই। বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে এবং তার সাথে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ,বয়সের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় মুখ বন্ধ খামে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-

to the Deputy General Manager(Estt-I),
Food Corporation of India,
Headquarters, 16-20 Barakhamba Lane,
New Delhi-110001

Important Links

Official Notification: Download Now

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular