HomeJob updatesESIC-তে বিভিন্ন পদে চাকরির খবর! এখুনি করুন আবেদন, জেনে নিন বিস্তারিত।

ESIC-তে বিভিন্ন পদে চাকরির খবর! এখুনি করুন আবেদন, জেনে নিন বিস্তারিত।

ESIC অথবা Employees State Insurance Corporation এর তরফে বিভিন্ন পদে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। দেশের প্রতিটি রাজ্যের জন্য হয়েছে আলাদা আলাদা শূন্যপদ। এই প্রতিবেদনে শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গ রাজ্যেরই শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানবো।আবেদন প্রক্রিয়া সমেত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

নিচে প্রতিটি পদের নাম এবং শূন্যপদের সংখ্যা বিষয়ে জানানো হলো:

1. পদের নাম:

Social Worker

শূন্যপদ:

মোট 4 টি শূন্যপদ রয়েছে।

2. পদের নাম:

ECG Technician

শূন্যপদ:

মোট 3 টি শূন্যপদ রয়েছে।

3. পদের নাম:

Dental Mechanic

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

4. পদের নাম:

Junior Radiographer

শূন্যপদ:

মোট 9 টি শূন্যপদ রয়েছে।

5. পদের নাম:

Junior Medical Laboratory Technologist

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

শূন্যপদ:

মোট 9 টি শূন্যপদ রয়েছে।

6. পদের নাম:

Medical Record Assistant

শূন্যপদ:

মোট 3 টি শূন্যপদ রয়েছে।

7. পদের নাম:

OT Assistant

শূন্যপদ:

মোট 3 টি শূন্যপদ রয়েছে।

8. পদের নাম:

Pharmacist (Allopathic, Ayurveda, Homeopathy)

শূন্যপদ:

10 টি শূন্যপদ রয়েছে।

অর্থাৎ সব মিলিয়ে মোট 42 টি শূন্যপদ রয়েছে এই রাজ্যে।

যোগ্যতা:

এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি রয়েছে। বিস্তারিত জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

প্রতিটি পদের জন্য পৃথক বয়সসীমা থাকলেও প্রাথমিকভাবে 18 বছর থেকে 32 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

এখানে প্রার্থীদের পদ অনুসারে লেভেল 2 থেকে লেভেল 5 পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:

Computer Based Test এর মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের নাম নথিভুক্ত (Register) করতে হবে।
iii) এরপরে নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন সম্পূর্ণ করতে হবে।
iv) সবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রটি সাবমিট (Submit) করতে হবে।

আবেদন মূল্য:

1. Gen/OBC/EWS: 500 টাকা
2. SC/ST/Female / PWD: 250 টাকা

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদনের শেষের তারিখ:

30/10/2023

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular