HomeJob updatesদেশের একলব্য মডেল স্কুলগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিশদে।

দেশের একলব্য মডেল স্কুলগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিশদে।

National Education Society for Tribal Students বা NESTS এর অধীনে থাকা একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুল বা EMRS এ একাধিক কর্মী নিয়োগ (EMRS Recruitment) করা হবে। প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শূণ্যপদ কত, আবেদন প্রক্রিয়া কেমন ইত্যাদি তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম:

i) Principal
ii) Post Graduate Teacher বা PGT
iii) Accountant
iv) Junior Secretariat Assistant/Cleark
v) Lab Attendant

শূণ্যপদের সংখ্যা:

i) Principal: ৩০০
ii) Post Graduate Teacher: ২,২৬৬
iii) Accountant: ৩৬১
iv) Junior Secretariat Assistant/Cleark: ৭৫৯
v) Lab Attendant: ৩৭৩

সবমিলিয়ে মোট ৪,০৬২টি শূন্যপদ।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে যথাক্রমে ৫০ বছর, ৪০ বছর এবং ৩০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:

প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

নিয়োগ প্রক্রিয়া:

  • i) কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (Computer Test) মাধ্যমে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ (Recruit) করা হবে।
  • ii) প্রিন্সিপাল পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (Computer Test) মাধ্যমে নির্বাচিত হলে নেওয়া হবে ইন্টারভিউ(Interview)।

কতক্ষণ সময় ধরে পরীক্ষা:

i) শিক্ষকপদের জন্য পরীক্ষা হবে ১৮০ মিনিটের পরীক্ষা নেওয়া হবে।
ii) শিক্ষাকর্মী পদের পরীক্ষা হবে ১৫০ মিনিট ধরে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার স্থান:

দেশের বিভিন্ন রাজ্যের পরীক্ষাকেন্দ্রে (Exam Center) এই পরীক্ষার আয়োজন করা হবে।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
  • ii) প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে হবে নিজের সমস্ত জরুরি তথ্য দিয়ে।

আবেদন ফি:

প্রিন্সিপাল, পিজিটি এবং শিক্ষাকর্মী পদে আবেদনের জন্য জেনারেল/ ওবিসি/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জমা দিতে হবে যথাক্রমে ২০০০, ১৫০০, এবং ১০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ:

আগামী ৩১ জুলাই।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) দেখতে হবে।

Important Link

Official Website: Click Here
-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular