HomeEducation Newsশিক্ষকদের জন্য প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কেন্দ্র! জেনে নিন বিস্তারিত।

শিক্ষকদের জন্য প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কেন্দ্র! জেনে নিন বিস্তারিত।

সরকারি ক্ষেত্রে যাঁরা শিক্ষকতার (Teaching) সঙ্গে যুক্ত, তাঁদের সামনে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ (New Challenge) উপস্থিত হয়। কারণ প্রযুক্তিগত উন্নতির কারণে বহু পাঠ্য বিষয়েও উন্নতি ঘটেছে। বদলেছে পঠন-পাঠনের ধরনও। পাশাপাশি বেড়েছে ইংরেজি ভাষার (English Language) প্রয়োগও।

আর তাই সেই সমস্ত বিষয় ঠিকমতো চালনা করতে হলে একজন দক্ষ শিক্ষক (Experienced Teacher) হয়ে উঠতে হবে, পর্যাপ্ত প্রশিক্ষণের (Proper Training) মাধ্যমে। এসব চিন্তা করে কেন্দ্রের তরফে উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের জন্য এক বিশেষ প্রশিক্ষণের ক্লাসের ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা হতে চলেছে। এই বিষয়ে আরো বিশদে জানতে হলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে।

কোথায় হবে এই প্রশিক্ষণ এবং কারা প্রশিক্ষণ দেবার দায়িত্বে থাকবেন?

  • i) কেন্দ্রের কৌশল বিকাশ এবং উদ্যোক্তা মন্ত্রকের Director General of Training এর আওতায় কেন্দ্রীয় কর্মচারী (Central Government Employee) প্রশিক্ষণ এবং অনুসন্ধান সংস্থান তথা Central Staff Training and Research Institute এর তরফে কলকাতায় হবে এই প্রশিক্ষণ।
  • ii) সেখানকার আধিকারিকেরা এই প্রশিক্ষণ দেবেন আগ্রহী প্রার্থীদের।

কারা কারা করতে পারবেন এই ক্লাস?

  • i) এই বিশেষ ক্লাসে সরকারি ক্ষেত্রে কর্মরত শিক্ষক, শিক্ষিকা এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
  • ii) এছাড়াও সরকারের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের Apprentices Training Scheme এ কর্মরত ব্যক্তি এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রের কর্মীরাও এই কোর্সের জন্য নাম নথিভুক্ত (Enlisted Name) করতে পারবেন।

কী কী শেখানো হবে?

অনেকগুলি বিষয় শেখানো হবে এই বিশেষ ক্লাসে। যেমন:
১) ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি
২) ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্বাক্ষরতা
৩) জ্ঞাপন তথা কমিউনিকেশনের দক্ষতা বাড়ানো
৪) শিল্পোদ্যোগে দক্ষতা বাড়ানো
৫) পেশাদার জীবনকে সুরক্ষিত রাখার কৌশল
৬) পাশাপাশি শ্রম কল্যাণ আইন সম্পর্কে সম্যক ধারনা তৈরি।

এইসব বিষয় নিয়েই প্রধানত প্রশিক্ষণ দেওয়া হবে এই কোর্সে।

কোর্সের সময়সীমা:

দুই সপ্তাহ সময় ধরে চলবে এই প্রশিক্ষণ(Training)।

কতজনকে একসাথে এই কোর্সের জন্য প্রশিক্ষণ (Training) দেওয়া হবে?

মোট ২০ জন ব্যক্তিকে এই কোর্সের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনে পদ্ধতি:

i) আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে(Online)।
ii) ওয়েবসাইটে (Website) গিয়ে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য পেশ করে আবেদন জানাতে হবে ব্যক্তিগত মেল আইডি (Email Id) দ্বারা।

এই কোর্সের পরবর্তী ব্যাচের ক্লাস শুরু হবার তারিখ:

৩১শে জুলাই, ২০২৩ তারিখে।

কোর্স শেষ হবার তারিখ:

১১ই অগস্ট, ২০২৩ তারিখে।

আর দেরি না করে সত্ত্বর আবেদন করা শুরু করুন আগ্রহী হয়ে থাকলে।

আরো বিস্তারিত জানতে চাইলে Central Staff Training and Institute, Kolkata র ওয়েবসাইট (Official Website) দেখে নিতে হবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular