HomeNews১৮ নয়, ১৭ বছর বয়সেই অবদান করা যাবে ভোটার হবার, নিয়ম বদলালো...

১৮ নয়, ১৭ বছর বয়সেই অবদান করা যাবে ভোটার হবার, নিয়ম বদলালো নির্বাচন কমিশনে।

এবার থেকে আর ১৮ বছর নয় নয়, ১৭ বছর বয়স হলেই নাম নথিভুক্ত করতে আবেদন করা যাবে ভোটার তালিকায় (Votar List)। গত বুধবার ছিল ভোটার দিবস। ১৩তম জাতীয় ভোটার দিবসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, নতুন ভোটারদের জন্য Pre Registration শুরু হয়েছে। আবেদনকারী প্রার্থীর বয়স ১৭ বছর হলেই রেজিস্ট্রেশন করা যাবে।

এতদিন পর্যন্ত ১৮ বছরের আগে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন করা যেত না। তবে এবার থেকে 17 বছর হলেই করা যাবে আবেদন এবং ১৮ বছর বয়স হলেই আবেদনকারীরা ভোটার হয়ে যাবেন। যারা আবেদন করবেন তাদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ভোটার কার্ড (New Voter Card)। নতুন ভোটারদের উৎসাহিত করতে এই পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)।

এছাড়া ভোটার তালিকায় নাম তোলার জন্য আরো একটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতদিন পর্যন্ত কোন বছরের ১ জানুয়ারির মধ্যে যদি কোন প্রার্থীর বয়স ১৮ বছর হয়, তবেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যেত। এইজন্য যাদের জন্মদিন ১ জানুয়ারির পরে, তারা আর আবেদন করতে পারতেন না এবং এক বছর ধরে অপেক্ষা করে পরেরবার আবেদন করতে হতো।

এই সমস্যা দূর করার জন্য বছরের মোট ৪ বার ভোট তালিকাতে নাম সংযোজন এবং সংশোধন করা হবে। এছাড়া ১৭ বছর বয়সে এই নাম তোলার জন্য আবেদন করলে সমস্যা গোড়াতেই মিটে যাবে।

জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন যে নতুন এই ব্যবস্থায় এখনো পর্যন্ত 17 লক্ষ আবেদনকারী তাদের নাম নথিভুক্ত করার জন্য রেজিস্টার করেছেন।

জাতীয় নির্বাচন কমিশনার জানিয়েছেন যে, দেশে মোট ভোটার প্রায় ৯৪ কোটি ৫০ লক্ষ। ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটার রয়েছেন ১ কোটি ৪৩ লক্ষ। ৮০ বছরের বেশি বয়সের ভোটার রয়েছেন প্রায় ২ কোটি।

RELATED ARTICLES

Most Popular