রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি একলব্য মডেল স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষিত পদে কর্মী নিয়োগের(Eklavya Model Residential School Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
Eklavya Model Residential School Recruitment 2023 তে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
Principal:
PGT
Accountant
Jr Secretariat/ Clerk
Lab Attendant
মোট শূন্যপদ-
মোট ৪০৬০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
বিভিন্ন পদে প্রতিমাসে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।
আবেদন শুরু-
28/06/2023
আবেদন শেষ-
31/07/2023
বয়সসীমা-
- প্রিন্সিপাল পদে আবেদনের ক্ষেত্রে বয়স এর ঊর্ধ্বসীমা 50 বছর।
- PGT পদে আবেদনের ক্ষেত্রে বয়স এর ঊর্ধ্বসীমা 40 বছর।
- অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে বয়স এর ঊর্ধ্বসীমা 30 বছর।
আবশ্যিক যোগ্যতা-
- Principal: পোস্ট গ্রেজুয়েশন করা থাকতে হবে। B.Ed ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- PGT: পোস্ট গ্রেজুয়েশন করা থাকতে হবে। B.Ed ডিগ্রিধারী হতে হবে।
- Accountant: কমার্সে ডিগ্রি প্রয়োজন।
- Jr Secretariat/ Clerk: যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। টাইপিং এর দক্ষ হতে হবে।
- Lab Attendant: শুধুমাত্র দশম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য-
প্রিন্সিপাল পরে আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য ২০০০ টাকা, Pgt পদে আবেদনের ক্ষেত্রে আবেদনমূল্যে ১৫০০ টাকা এবং অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য ১ হাজার টাকা প্রয়োজন।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে। প্রথমে Emrs Teacher Recruitment 2023 Notification PDF টি ভালো করে পড়ে নেবেন।
অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
Important Link
Official Website: Click Here