HomeJob updatesরাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন পদ্ধতি সহ জানুন বিস্তারিত।

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন পদ্ধতি সহ জানুন বিস্তারিত।

সম্প্রতি রাজ্যের একলব্য মডেল স্কুলের (Ekalavya Model School) তরফে বিভিন্ন বিভাগে নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

Employment No.:

1950/BCWTD

পদের নাম:

Guest Teacher (Physics, Mathematics, Computer Science)

মোট শূন্যপদ:

৩ টি।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উপরোক্ত বিষয়গুলিতে B.Ed সহ Post Graduated এবং Computer এ Msc ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থী যদি শিক্ষকতার কাজে পূর্ব অভিজ্ঞতা (Past Experience about Teaching) সম্পন্ন হয়ে থাকেন তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন:

১ বছরের চুক্তি অনুযায়ী নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেইল (Email ID) মারফৎ নিজেদের আবেদন এবং অন্যান্য জরুরি নথি একটি Pdf File হিসেবে জমা দিতে হবে মেইল (Mail) করে।

আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি(Email ID):

gtrengagementemrsbirbhum2023@gmail.com

আবেদনের শেষ তারিখ:

আগামী ৯ই আগস্ট, ২০২৩

এই নিয়োগের বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular