HomeJob updatesইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত।

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত।

কেন্দ্রীয় সংস্থা Eastern Coldfields Limited বা সংক্ষেপে ECL এর পক্ষ থেকে চুক্তিভিত্তিক পদ্ধতিতে কর্মী নিয়োগের কথা জানিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (ECL Recruitment)

পদের নাম:

Advisor পদের জন্য নিয়োগ করা হবে দুটি বিভাগে। বিভাগগুলো হলো:
i) Land, Revenue and Estate
ii) Environment and Forest Department

শূন্যপদের সংখ্যা:

দুটি বিভাগ মিলিয়ে মোট ৩টি।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে।

মাসিক বেতন:

আবেদনকারীদের পূর্ববর্তী চাকরির (Previous Job) পদমর্যাদার ভিত্তিতে মাসিক বেতনের পরিমাণ হতে পারে ৩৭,৫০০-১,২০,০০০ টাকা পর্যন্ত।

কাজের মেয়াদ:

i) প্রার্থীদের প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও এক বছর বৃদ্ধি পেতে পারে।
ii) তবে প্রার্থীর বয়স ৬৫ বছর পেরোলে তাঁকে কর্মজীবন থেকে অব্যহতি (Retirement) দেওয়া হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

আবেদনের যোগ্যতা:

i) Land, Revenue and Estate বিভাগে আবেদনের জন্য আবেদনকারীকে DLRO/AC Posts in State Administrative Service এর পদ থেকে অবসরপ্রাপ্ত (Retired) হতে হবে।
ii) Environmental and Forest Department এ আবেদনের জন্য প্রার্থীদের Principal Chief Conservator of Forests of Indian Forestry Services or Additional Principal Chief Conservator of Forests এর পদ থেকে অবসরপ্রাপ্ত (Retired) হতে হবে।
iii) উভয় পদের ক্ষেত্রেই অবশ্যই প্রার্থীদের শারীরিক ভাবে সক্ষম (Physically Active) হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন(Online and Offline), দুইভাবেই উপলব্ধ আছে।
ii) উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীকে প্রকাশিত বিজ্ঞপ্তির ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র, নিজের জরুরি তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া মেইল আইডিতে (Mail ID) মেইল করতে হবে অথবা এগুলি নিয়ে Post Office মারফত পাঠাতে হবে।

আবেদনের শেষ দিন:

আগামী ১৫ অগস্ট বিকেল ৫টা।

নিয়োগ পদ্ধতি:

যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ (Direct Interview) বা সংস্থার নির্ধারিত নিয়োগ পদ্ধতি মেনে।

নিয়োগ স্থান:

i) Land, Revenue and Estate পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীকে ঝাড়খণ্ডের রাজমহল অঞ্চলে এবং পশ্চিমবঙ্গ সরকারের সদর দফতরে (Rajmahal Region of Jharkhand and the Headquarters of the Government of West Bengal) নিয়োগ করা হবে।
ii) Environmental and Forest Department এর পদে নিযুক্তদের রাঁচির কোনো অঞ্চলে (Region of Ranchi) নিয়োগ করা হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট (Website) দেখতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular