ECIL অথবা Electronics Corporation of India Limited হলো কেন্দ্রীয় সরকারের (Central Govt) অধীনে একটি সংস্থা। সম্প্রতি এই সংস্থার তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য।আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (ECIL Recruitment)
পদের নাম:
i) Project Engineer
ii) Technical Officer
iii) Assistant Project Engineer
মোট শূন্যপদ:
১৬৩ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনের জন্য প্রার্থীদের ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor of Engineering অথবা Bachelor of Technology বিষয়ে Graduated হতে হবে।
বয়সসীমা:
i) Project Engineer:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে।
ii) Technical Officer:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
iii) Assistant Project Engineer:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।
মাসিক বেতন:
i) Project Engineer: ৪০,০০০/- টাকা।
ii) Technical Officer: ২৫,০০০/- টাকা।
iii) Assistant Project Engineer: ২৪,৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি:
i) আলাদা করে কোনো আবেদন করতে হবেনা।
ii) প্রার্থীদের নিজের বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা (Important Documents and Recent Biodata) নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ নেওয়ার স্থান:
বিভিন্ন শহরের ক্ষেত্রে ভিন্ন স্থানে ইন্টারভিউ নেওয়ার স্থান নির্দিষ্ট করা হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইন্টারভিউ নেওয়ার তারিখ:
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি (Notice) পড়ুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh