HomeEducation NewsEarning After HS: উচ্চমাধ্যমিকের পর তাড়াতাড়ি টাকা উপার্জনের জন্য কোন কোন কোর্সগুলি...

Earning After HS: উচ্চমাধ্যমিকের পর তাড়াতাড়ি টাকা উপার্জনের জন্য কোন কোন কোর্সগুলি করবেন?

উচ্চমাধ্যমিকের(HS) পরেই ছাত্রছাত্রীরা বৃহত্তর শিক্ষা জগতে প্রবেশ করেন। কেউ গ্র্যাজুয়েশন করেন, কেউ বিভিন্ন মেডিকেল কোর্স করেন, কেউবা জয়েন্টে এন্ট্রার্স দিয়ে সম্পূর্ন আলাদা লাইনে পড়াশোনা করেন।

অনেকের পরিবারের অবস্থা খারাপ এবং তারা উচ্চমাধ্যমিকের পর খুব একটা সময় নষ্ট করতে চায় না। এইজন্য তাদের কলেজে প্রবেশ করার থেকে বেশ কিছু কোর্স করে নেওয়া ভালো। তাদের জন্য রয়েছে বেশ কিছু অল্প সময়ের কোর্স। এই কোর্সগুলি করার জন্য খুব বেশি টাকা লাগে না , এছাড়া খুব অল্প সময়ের মধ্যে কোর্সগুলি কমপ্লিট করা যায়। এছাড়া বিভিন্ন কোর্সগুলি চাকরিমুখী। (Earning Ideas After HS Exam)

এই কোর্স গুলির সম্পর্কে বলার আগে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতাতে আপনারা কোন কোন চাকরি করতে পারবেন সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন।

উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন চাকরি করা যায়?

উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এই চাকরিগুলি করতে পারবেন।

SSC-CHSL
GDS
রাজ্য পুলিশ কনস্টেবল
স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
রেলওয়ে
ডাটা এন্ট্রি অপারেটর
মাল্টি টাস্কিং স্টাফ
ইন্সপেক্টর
ভারতীয় সেনা
ভারতীয় বিমানবাহিনী
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
আদালত কেরানি
সহকারী লোকো পাইলট
ভারতীয় নৌবাহিনী
গ্রুপ সি,
গ্রুপ ডি ক্লার্ক

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

এবার জেনে নেওয়া যাক উচ্চ মাধ্যমিকের পরের কিছু Diploma কোর্স যেগুলির মাধ্যমে আপনারা সহজে চাকরি পেতে পারবেন।

উচ্চ মাধ্যমিক পাশের পর সাবজেক্ট বা স্ট্রিমের ভিত্তিতে বিভিন্ন রকম কোর্স করার সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের।

বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য কিছু Diploma কোর্স:

Diploma ইন ইলেকট্রিক্যাল Engineering
Diploma ইন বায়োটেকনোলজি
Diploma ইন নার্সিং
Diploma ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স
Diploma ইন ফিজিওথেরাপি
Diploma ইন সিভিল Engineering
Diploma ইন মেকানিক্যাল Engineering
Diploma ইন কেমিক্যাল Engineering
মেডিকেল ল্যাব টেকনোলজিতে Diploma
রেডিওলজিক্যাল টেকনোলজিতে Diploma

আর্টসের ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিকের পর কিছু Diploma কোর্স:

Diploma ইন ইভেন্ট ম্যানেজমেন্ট
Diploma ইন সাউন্ড রেকর্ডিং
Diploma ইন মাল্টিমিডিয়া
Diploma ইন ইন্টেরিয়র ডিজাইনিং
একাউন্টিং এ Diploma
3D অ্যানিমেশনে Diploma
বিজ্ঞাপন ও বিপণনে Diploma
ভ্রমণ ও পর্যটনে Diploma

কমার্সের ছাত্রছাত্রীদের জন্য কয়েকটি Diploma কোর্স:

আর্থিক বিষয়ে Diploma
Diploma ইন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স
একাউন্টিং -এ Diploma

বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই Diploma কোর্স গুলি বেছে নেন, যাতে করে তারা খুব তাড়াতাড়ি উপার্জনের পথে যেতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular