HomeJob updatesদামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

DVC অর্থাৎ Damodar Valley Corporation হলো ভারতের প্রসিদ্ধ একটি বিদ্যুৎ উৎপাদন সংস্থা(Electricity Supply Company)। সম্প্রতি এই সংস্থার তরফে তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ জানুন বিস্তারিত। (DVC Recruitment)

Employment No.:

PLR-MT(T)/BPSCL/GATE-2022/09

পদের নাম:

Management Trainees (Technical)

মোট শূন্যপদ:

১৭ টি। (UR- ৯ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ৪ টি, EWS- ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical Engineering/ Electrical Engineering/ Instrumentation Engineering and Communication Engineering এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে পূর্ণ সময়ের ডিগ্রী (Full time Degree) প্রাপক হতে হবে।

মাসিক বেতন:

i) নিযুক্ত প্রার্থীর বেতন হবে ৫০,০০০/- টাকা থেকে ১,৬০,০০০/- টাকা পর্যন্ত।
ii) নির্দিষ্ট সময়ের ট্রেনিংয়ের (Training) পর স্থায়ী নিযুক্তির ক্ষেত্রে ৬০,০০০/- টাকা থেকে ১,৮০,০০০/- টাকার পে স্কেলে বেতন প্রদান করা হবে।

বয়সসীমা:

চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন (Online) পদ্ধতিতে আবেদন করতে হবে।
ii) আবেদন জানানোর জন্য প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে ‘Career’ অপশন থেকে ‘Recruitment’ অপশনে যেতে হবে।
iii) এরপরে ‘Recruitment Notices’ অপশন খুঁজে নিয়ে নির্দেশ অনুযায়ী সঠিক ভাবে আবেদন জানাতে হবে।

বিঃ দ্রঃ: একজন প্রার্থী যেকোনো একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন।

আবেদন ফি:

i) General, OBC এবং EWS: ৩০০/- টাকা
ii) SC, ST, PWD এবং Ex-Serviceman শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

প্রার্থীদের আবেদন ফি বাবদ অর্থ এককালীন জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

GATE 2022 পরীক্ষার স্কোরের ভিত্তিতে প্রাথমিক ভাবে ট্রেনিংয়ের জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

ট্রেনিং-এর মেয়াদ:

i) ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee) হিসেবে নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য প্রশিক্ষণে রাখা হবে।
ii) সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর প্রার্থীদের এক বছরের জন্য প্রবেশন-এ রাখা হবে।

এক বছরের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হলে চাকরিপ্রার্থীদের Assistant Manager হিসাবে মনোনীত করা হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৭ আগস্ট, ২০২৩ সাল

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য DVC এর ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular