HomeBusiness ideasBusiness Ideas: স্বল্প বিনিয়োগে বেশি লাভের জন্য করতে পারেন এই ব্যবসাগুলি।

Business Ideas: স্বল্প বিনিয়োগে বেশি লাভের জন্য করতে পারেন এই ব্যবসাগুলি।

বর্তমান যুগে চাকরির পরিসর কমে যাওয়ার কারণে অনেকেই ঝুঁকছেন ব্যবসার দিকে। অনেকে আবার চাকুরীজীবি হবার সাথে সাথেই ব্যবসার দিকে নজর রাখছেন। কিন্তু কোন ব্যবসায় ঝুঁকি কম, লাভ বেশি এবং কোন ব্যবসায় স্বল্প বিনিয়োগের মাধ্যমেই করতে পারবেন লক্ষ লক্ষ টাকা আয় সেই সব কথা ভেবে অনেকেই ভেবে কূলকিনারা পান না।

আপনিও যদি এই ভাবনা পোষণ করে থাকেন, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। কারণ আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি সেইসব ব্যবসার বিষয়ে যেগুলি করলে আপনার লাভ হবে অনেক, তাও স্বল্প বিনিয়োগেই এবং ঝুঁকিও কম। তাহলে আসুন জেনে নেওয়া যাক।

ব্রেকফাস্ট জয়েন্ট(Breakfast Joint):

আমরা কমবেশি সকলেই জানি যে সবথেকে বেশি আয় মেলে খাদ্য এবং পানীয়জাত ব্যবসার মাধ্যমে। এই ধরনের ব্যবসায় ঝুঁকি কম থাকলেও লাভের পরিমাণ বেশি থাকে সবসময়ই। ছোট হোক কি বড়ো, এই ব্যবসা কোনোদিন লোকসানের মুখে পরবে না। অতএব নিশ্চিন্তে শুরু করতে পারেন এই ব্যবসা।

এই ব্যবসার জন্য শুধু চিরাচরিত ব্রেকফাস্ট খাবারের সঙ্গে বিভিন্ন রকম সুস্বাদু এবং ভাল খাবার পরিবেশন করতে পারবেন। তবে হ্যাঁ, কোনো আলাদা রেস্তোরাঁর প্রয়োজন নেই।

এমব্রয়ডারির দোকান(Embroidery Shop):

প্রতিটা মানুষের জীবনেই সেলাই এক গুরুত্বপুর্ণ ভূমিকা নেয়। শুরু করতে পারেন টেলারিং এবং এমব্রয়ডারির (Tailoring and Embroidery) ব্যবসা। চিরাচরিত ভাবে এই ব্যবসা চলে আসছে। টেলারিং ও এমব্রয়ডারি কাজের দোকানে ছোট বড় অনেক কাজের অর্ডার আসে। ছোট থেকে শুরু করুন এই ব্যবসা।ধীরে ধীরে এই ব্যবসা বৃদ্ধি করুন এবং কোনো ঝুঁকি ছাড়াই লাভের মুখ দেখুন।

রান্না শেখানোর ক্লাস(Cooking Class): 

যদি আপনি রান্নায় পরাদর্শী হয়ে থাকেন, তবে শুরু করতে পারেন এই ব্যবসা। আজকাল অনেকের জীবনেই সময়ের অভাব আবার ভালো খাবার খেতে সকলেই চান। সবসময় তো বাইরের খাবার খাওয়া ভালো না। এই সুযোগে শুরু করতে পারেন এই রান্না শেখানোর ক্লাস অর্থাৎ কুকিং ক্লাস। চটজলদি হেলদি ও টেস্টি রান্না শেখানোর ক্লাস নিতে পারেন। সকলের উপকার হবে। শুধু অফলাইনে না, অনলাইনেও শুরু করতে পারেন এই ব্যবসা। আবার এইসব রান্না শেখানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে (Social Media) আপলোড করেও অনেক বেশি উপার্জন করতে পারেন আপনি।

ওয়েডিং ব্যুরো(Wedding Bureau): 

ভারতীয় বিয়ে মানেই বিভিন্ন অনুষ্ঠান ও জাঁকজমক। এইসব অনুষ্ঠান সঠিকভাবে আয়োজন করার জন্য শুরু করতে পারেন Wedding Bureau এর ব্যবসা। অনলাইন ম্যারেজ পোর্টাল (Online Marriage Portal) ছাড়াও আজকাল ওয়েডিং ব্যুরো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

এই কাজের জন্য শুরু কয়েকজন স্টাফ, একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ভাল যোগাযোগ (Staff, Registration Certificate and good Connection) প্রয়োজন।

-Written by Riya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular