HomeEducation Newsকল্যাণী বিশ্ববিদ্যালয় সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্মাসিতে ডিপ্লোমা করার সুযোগ, জানুন বিস্তারিত।

কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্মাসিতে ডিপ্লোমা করার সুযোগ, জানুন বিস্তারিত।

আপনার কি Pharmacy নিয়ে Diploma Course করার ইচ্ছে? কিন্তু কোথায় পড়ানো হবে সেসব সম্পর্কে কোনো জ্ঞান নেই? আপনার সমস্যার সমাধানে এবার এই রাজ্যেই শুরু হচ্ছে ফার্মাসি নিয়ে ডিপ্লোমা (Diploma in Pharmacy) পড়ার সুযোগ ব্যবস্থা। সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এই শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ভর্তির প্রক্রিয়া। কোন কোন কেন্দ্রে পড়ানো হবে? কী শর্তাবলী আছে? সেসব সম্পর্কে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

কারা কারা সুযোগ পাবেন Pharmacy তে Diploma করার?

  • i) যেসব পড়ুয়ার উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষাতে বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা (Physics, Chemistry and Biology) সহ উত্তীর্ণ হয়েছেন তাঁরা এই Diploma কোর্সের জন্য আবেদন করার উপযুক্ত।
  • ii) যেসব পড়ুয়ারা Vocational Stream Course উচ্চমাধ্যমিক (Higher Secondary) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই Diploma কোর্সের জন্য আবেদন করার উপযুক্ত নন।

কোর্সের মেয়াদ:

২ বছর।

সময় কতটা বরাদ্দ করা হয়েছে?

সবমিলিয়ে মোট ৫০০ ঘন্টার Practical Training করানো হবে।

Training এর মেয়াদ:

তিন মাস পর্যন্ত।

আবেদন ফি:

ভর্তির আবেদনের জন্য ৫০০ টাকা বাবদ ফি বরাদ্দ করা হয়েছে।

এছাড়া আরো কিছু ফি বরাদ্দ করা হয়েছে। সেগুলি কী কী?

i) Tuition fees for Diploma: ১,২০০/- টাকা
ii) Session fee: ১০০/- টাকা
iii) Registration fee: ৮০০/- টাকা

তবে এটা জেনে রাখা ভালো যে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা বিশেষ সুযোগ পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র:

i) Medical Fitness Certificate থাকা বাধ্যতামূলক।সেই Certificate টাও West Bengal Medical Council অনুমোদিত হতে হবে।
ii) যেকোনো একজন স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞের তরফে আরও একটি Eye Sight সম্পর্কিত Certificate থাকতে হবে।

কোন কোন কেন্দ্রে পড়ানো হবে?

এই কোর্সটি Kalyani, Bankura ও Jalpaiguri Institute of Pharmacy তে পড়ানো হবে।

এই Course টির সম্পর্কে বিস্তারিত আরো তথ্য জানতে চাইলে আগ্রহীরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অফিসিয়াল ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular