HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য দফতরে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের স্বাস্থ্য দফতরে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত।

Diamond Harbour District Health and Family Welfare Samiti এর তরফে বিভিন্ন বিভাগে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদের নাম:

i) Obstetrician and Gynaecologist (FRU)
ii) Paediatrician(FRU)
iii) Anesthetist (FRU)
iv) GDMO (FRU)
v) Specialist (Medicine)
vi) Specialist (Pediatrics)
vii) Specialist (G&O)
viii) Specialist (Opthalmologist)
ix) Community Health Assistant(Urban)
x) LT(XV-FC 2023-24)

শূন্যপদ:

i) Obstetrician and Gynaecologist (FRU): 1(UR)
ii) Paediatrician(FRU): 1(UR)
iii) Anesthetist (FRU): 1(UR)
iv) GDMO (FRU): 1(ST)
v) Specialist (Medicine): 1(UR)
vi) Specialist (Pediatrics): 1(UR)
vii) Specialist (G&O): 1(UR)
viii) Specialist (Opthalmologist): 1(UR)
ix) Community Health Assistant(Urban): 1(ST)
x) LT(XV-FC 2023-24): 3(UR), 2(SC), 1(OBC-1)

আবশ্যিক যোগ্যতা:

প্রতিটি পদের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা ভিন্ন। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

i) Obstetrician and Gynaecologist (FRU):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

ii) Paediatrician(FRU):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

iii) Anesthetist (FRU):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

iv) GDMO (FRU):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

v) Specialist (Medicine):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

vi) Specialist (Pediatrics):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

vii) Specialist (G&O):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

viii) Specialist (Opthalmologist):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের কম হতে হবে।

ix) Community Health Assistant(Urban):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

x) LT(XV-FC 2023-24):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

i) Obstetrician and Gynaecologist (FRU), Paediatrician(FRU) and Anesthetist (FRU):
এই পদগুলিতে নিযুক্ত ব্যক্তিদের মাসিক বেতন 65,000 (MBBS with PG Diploma) অথবা 70,000 (MBBS with PG Degree) টাকা প্রদান করা হবে।

ii) GDMO(FRU):
এই পদে নিযুক্ত ব্যক্তিকে 60,000 টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।

iii) Specialist (Medicine), Specialist (Pediatrics), Specialist (G&O) and Specialist (Opthalmologist):
এই পদগুলিতে নিযুক্ত ব্যক্তিদের সাপ্তাহিক ঘণ্টা (Weekly Hours) হিসেবে 3,000 টাকা করে বেতন প্রদান করা হবে।

iv) Community Health Assistant(Urban):
এই পদে নিযুক্ত ব্যক্তিকে মাসিক 13,000 টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।

v) LT(XV-FC 2023-24):
এই পদে নিযুক্ত ব্যক্তিদের মাসিক 22,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

কোনোরকম আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।

নিয়োগ প্রক্রিয়া:

i) প্রার্থীর চূড়ান্ত পর্যায়ের পরীক্ষাতে 80% নম্বর (Obtained 80℅ marks in Last Examination)
ii) অভিজ্ঞতা (Experience)
iii) শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
iv) ইন্টারভিউ (Interview)
এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

Interview নেওয়ার তারিখ:

আগামী 15 সেপ্টেম্বর নেওয়া হবে ইন্টারভিউ। প্রার্থীরা ঠিক সকাল 11:00-12:00 টার মধ্যে বিজ্ঞপ্তিতে জানানো নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে যাবেন।

আবেদন মূল্য:

i) Unreserved Category: 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
ii) Reserved Category: 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

বিঃ দ্রঃ: ইন্টারভিউ নেওয়ার দিন প্রার্থীরা নিজেদের সমস্ত জরুরি তথ্য সমেত নির্দিষ্ট স্থানে উপস্থিত হবেন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular