চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। দক্ষিণ ২৪ পরগণার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির (District Health and Family Welfare Society) তরফে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (DHFWS South 24 Parganas Recruitment)
১) পদের নাম:
Block Epidemiologist
শূন্যপদ:
তিনটি।(UR-1, OBC A-1,SC-1)
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ৩৫ হাজার টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের Life Science/Epidemiology তে Masters অথবা MPH এর সাথে RAMS/BHMS/BUMS থাকতে হবে।
ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
iii) PhD বা M.Phil ডিগ্রি থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
নিয়োগ পদ্ধতি:
i) Acedemic Score এবং অভিজ্ঞতা (Experience) দেখা হবে।
ii) Computer Test
iii) Interview
নিয়োগ স্থান:
ভাঙ্গোর 1, ক্যানিং-1.7.M.Block বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোন ব্লক।
২) পদের নাম:
Block Public Health Manager
শূন্যপদ:
তিনটি।(UR-1, OBC A-1, SC-1)
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ৩৫ হাজার টাকা করে বেতন হিসেবে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীর Life Science e স্নাতকোত্তর ডিগ্রি/ ডিপ্লোমা (Masters or Diploma) করা থাকতে হবে।
ii) Computer এ Ms Office সম্পর্কে জ্ঞান (Knowledge) থাকতে হবে।
iii) MS Office নিয়ে Certificate Course করা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি:
i) Acedemic Score এবং অভিজ্ঞতা (Experience) দেখা হবে।
ii) Computer Test
iii) Interview
নিয়োগ স্থান:
ভাঙ্গোর 1, ক্যানিং-1.7.M.Block বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোন ব্লক।
৩) পদের নাম:
Laboratory Technician
শূন্যপদ:
২৩টি।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ১৯ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে ২২ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Medical Laboratory তে Diploma করে থাকতে হবে।
ii) প্রার্থীকে School of Tropical Medicine থেকে DLT অর্থাৎ Diploma in Laboratory Techniques ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
iii) এছাড়া Clinical S Act এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানের যেকোনো ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে প্রার্থীর ।
নিয়োগ পদ্ধতি:
Academics এবং Experience এর নিরিখে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
নিয়োগ স্থান:
ভাঙ্গোর 1, ক্যানিং-1.7.M.Block বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোন ব্লক।
৪) পদের নাম:
Block Data Manager
শূন্যপদ:
৩টি।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Computer Application এ একবছরের Diploma Course থাকতে হবে।
ii) Computer এর MS Word, MS Excel, MS PowerPoint, MS Access এবং Internet সহ অন্যান্য বিষয়ে জ্ঞান থাকতে হবে প্রার্থীর।
iii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে সরকারী সেক্টরে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা বা বেসরকারীতে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে ২২ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
প্রার্থীর Academic Score এবং Conputer Test এর ফলাফলের ওপরে প্রার্থীকে বেছে নেওয়া হবে।
নিয়োগ স্থান:
ভাঙ্গোর 1, ক্যানিং-1.7.M.Block বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোন ব্লক।
৫) পদের নাম:
Medical Officer
শূন্যপদ:
১৬টি।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একবছরের MBBS সহ Internship করে থাকতে হবে।
ii) বাকি যোগ্যতার জন্য মূল বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ৬০ হাজার টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
Academic Score এবং Experience এর ভিত্তিতে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
নিয়োগ স্থান:
মহেশতলা, রাজপুর সোনারপুর(জয়নগর), মজিলপুর বা দক্ষিণ ২৪ পরগণার জেলার অধীনে অন্য পৌরসভার কোনো অঞ্চল।
৬) পদের নাম:
Staff Nurse
শূন্যপদ:
১৬টি।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Indian Nursing Counsil অর্থাৎ INC দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে GNM Course সম্পন্ন করে থাকতে হবে।
ii) প্রার্থীকে অবশ্যই Bsc Nursing Course সম্পন্ন করে থাকতে হবে।
iii) প্রার্থীকে মোট ৩ ধরনের আঞ্চলিক ভাষাতে (Native Language) দক্ষ হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ২৫ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারীর Academic Score এর ওপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
নিয়োগ স্থান:
পৌরসভার UHWC: মহেশতলা, রাজপুর সোনারপুর, জয়নগর- মজিলপুর বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোনো পৌরসভাতে।
৭) পদের নাম:
Community Health Assistant
শূন্যপদ:
বিজ্ঞপ্তিটি পড়ুন।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীকে Indian Nursing Counsil দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ANM কোর্স পাশ করতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের (West Bengal Nursing Council) সাথে যুক্ত থাকতে হবে।
ii) প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং ২৪ পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
iii) এছাড়া প্রার্থী কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM Course সম্পন্ন করে থাকতে পারেন এবং Indian Nursing Counsil এর সাথে যুক্ত হতে হবে।
মাসিক বেতন:
প্রার্থীকে মাসিক ১২ হাজার করে টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
ANM অথবা GNM Course এ প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান:
পৌরসভার UHWC: মহেশতলা, রাজপুর-সোনারপুর, জয়নগর, মজিলপুর বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোনো পৌরসভা।
৮) পদের নাম:
Stuff Nurse (Polyclinic)
শূন্যপদ:
বিজ্ঞপ্তিটি পড়ুন।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ২৫ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীকে Indian Nursing Counsil দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠানে GNM কোর্স সম্পন্ন করতে হবে।
ii) প্রার্থীর অবশ্যই West Bengal Nursing Counsil থেকে BSc Nursing সহ ১২ বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
iii) স্থানীয় ভাষায় দক্ষতা অর্জন করতে হবে প্রার্থীকে।
নিয়োগ পদ্ধতি:
Academic Score এর ওপরে ভিত্তি করেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
নিয়োগ স্থান:
পৌরসভা মহেশতলা, রাজপুর-সোনারপুর, জয়নগর মজিলপুর বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোনো পৌরসভার অঞ্চলে।
৯) পদের নাম:
Counselor Polyclinic
শূন্যপদ:
বিজ্ঞপ্তিতে জানানো আছে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ২০ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীর Psychology/Social Work/Sociology/Anthropology/ Human Development বিষয়ে Graduated হতে হবে।
ii) MS Office এ Certificate Course করা থাকতে হবে প্রার্থীর।
iii) প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষতা অর্জন করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
প্রার্থীকে Academic Score এবং Experience এর ভিত্তিতে ও পরে Written Test এর মাধ্যমে বেছে নেওয়া হবে।
নিয়োগ স্থান:
পৌরসভা মহেশতলা, রাজপুর-সোনারপুর, জয়নগর মজিলপুর বা দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনে অন্য কোনো পৌরসভার অঞ্চলে।
আবেদন প্রক্রিয়া:
i) প্রতিটি পদের জন্যই আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) অনলাইনে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে যেতে হবে।
iii) বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে প্রার্থীকে নিজের জরুরি তথ্য (Important Documents) জমা দেওয়ার মাধ্যমে। কি কি লাগবে সেটা বিজ্ঞপ্তিতে (Notification) বিস্তারিত বলে দেওয়া হয়েছে।
বাকি সমস্ত তথ্য বিস্তারিত জানতে হলে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh