HomeNewsDA বাড়ল ৩%, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষনা। রাজ্য বাজেটে নতুন কি...

DA বাড়ল ৩%, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষনা। রাজ্য বাজেটে নতুন কি কি এলো দেখুন।

গতকাল দুপুর দুটোর সময় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করলেন রাজ্যের বাজেট। বাজেটকে কর্মসংস্থানমুখী বাজেট বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। DA বৃদ্ধি সহ একাধিক খাতে বরাদ্দ হলো অনেক টাকা। সাথে চালু করা হলো একাধিক প্রকল্প (West Bengal Schemes)। জেনে নেওয়া যাক এবারের বাজেটে (West Bengal State Union Budget 2023) কি কি পরিবর্তন এলো, সাধারণ মানুষেরা কি কি সুবিধা পাবেন।

৩ শতাংশ ডিএ: মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীদের জন্য এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানো হলো।

লক্ষ্মীর ভান্ডার: বর্তমানে বাংলার ১.৮৮ কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। বাজেটে বলা হয়েছে রাজ্যে যারা লক্ষ্মীর ভান্ডার (Laxmir Vandar Scheme) এর টাকা পান, তারা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্যভাতার আওতায় আসবেন।

রাস্তাশ্রী প্রকল্প: রাস্তাশ্রী প্রকল্পের বরাদ্দ হলো তিন হাজার কোটি টাকা। এই প্রকল্পের আওতায় রাজ্যে ১১ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে এবং পুরনো রাস্তা মেরামত করা হবে।

বিধায়ক উন্নয়ন তহবিল: বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্পে (BEUP) এলাকাগুলোর উন্নয়নের জন্য ৭০লক্ষ টাকা বরাদ্দ হলো। আগে বাৎসরিক ৬০ লক্ষ টাকা বরাদ্দ ছিল এই প্রকল্পে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

ডেউচা-পাঁচামিতে কর্মসংস্থান: ডেউচা-পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নির করা হবে। রাজ্যের লক্ষাধিক যুবক-যুবতীর চাকরি হতে পারে এখানে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড: রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সের প্রায় ২ লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তা করা হবে। সর্বাধিক ৫ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে এবং সুযোগ মিলবে কর্মসংস্থানেরও।

চামড়া শিল্প: বানতলার লেদার কমপ্লেক্সে ৩ লক্ষ কর্মসংস্থানের পর আরও নতুন করে ২ লক্ষ চাকরির ঘোষণা করা হলো।

আর্থিক বৃদ্ধির হার: রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১% হওয়ার ঘোষণা করা হলো এইবারের বাজেটে।

স্ট্যাম্প ডিউটিতে ছাড়: বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২% ছাড়ের মেয়াদ বাড়ানো হলো ৬ মাস। জমি-বাড়ির বাজারমূল্যের সার্কল রেটের ১০ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ানো হলো ৬ মাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular