HomeDAনতুন বেঞ্চে উঠল পশ্চিমবঙ্গের DA মামলা, এবার কি আশার আলো দেখবেন সরকারি...

নতুন বেঞ্চে উঠল পশ্চিমবঙ্গের DA মামলা, এবার কি আশার আলো দেখবেন সরকারি কর্মীরা?

বর্তমানে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নতুন বেঞ্চে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি উঠতে চলেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন কোন বেঞ্চে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি শুনানি হবে, তা জানার। অবশেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিষয়টি স্পষ্ট করা হলো।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৪ই জুলাই শুক্রবার বিচারপতি মিত্তল এবং বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে(Supreme Court DA Division Bench) পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা(Dearness Allowance) সংক্রান্ত মামলাটির শুনানি হবে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি সিরিয়াল নম্বর হলো ৬০, অর্থাৎ এর আগে ৫৯ টি মামলার পর বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি মিত্তল এর ডিভিশন বেঞ্চে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি উঠবে।

রাজ্য সরকারি সংগঠনের কর্মীরা আশা করছেন যে, আগামী শুক্রবারই পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা Special Leave Petition খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট। ফলে জয় হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের(West Bengal Government Employees)।

বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি একাধিকবার শীর্ষ আদালতে উঠেছে, তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এখনো পর্যন্ত। গত বছর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার(West Bengal Government) হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে একটি এলএসপি(LSP) দাখিল করে সুপ্রিম কোর্টে। বিভিন্ন কারণে মামলার শুনানি পিছিয়ে যায়। এর আগে গ্রীষ্মকালীন অবসরে যখন সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিল, তখন জানানো হয় যে আগামী ১৪ই জুলাই মামলাটির নতুন শুনানি হবে।

২০১৬ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে(State Administrative Tribunal) বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ(Confederation Of State Government Employees) একটি মামলা দায়ের করেছিল। সেই মামলায় জয় হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। সরকারি কর্মচারীদের সংগঠন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় হাইকোর্টে মামলা করেছিল।

গতবছর অর্থাৎ ২০২২ সালের মে মাসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্যকে সমস্ত সরকারি কর্মচারীদের হাতে তুলে দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা।

তবে পশ্চিমবঙ্গ সরকার সেই রায় মানেনি, বরঞ্চ একদম শেষ সময়ে একটি রিভিউ পিটিশন দাখিল করেছিল যা হাইকোর্ট (Kolkata High Court) খারিজ করে দেয়।

কোর্টের নির্দেশ না মানার জন্য রাজ্যের বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার মামলা দায়ের করা হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।

অবশেষে আগামী 14 জুলাই হতে চলেছে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের সংগঠন এবং রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা আশাবাদী যে, এই মামলায় জয় তাদেরই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular