HomeDAসুপ্রিম কোর্টে DA মামলার শুনানি কবে? তারিখ পিছিয়ে দিয়ে জানানো হলো চূড়ান্ত...

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি কবে? তারিখ পিছিয়ে দিয়ে জানানো হলো চূড়ান্ত তারিখ। জানুন

সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা (DA case Hearing) চলছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের মধ্যে। আগামী ১৫ ই মার্চ, বুধবার সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হবার কথা ছিল। তবে ঐদিন মামলা শুনানি হচ্ছে না। ১৫ ই মার্চের বদলে আগামী শুনানি কবে হবে, তা স্পষ্ট করে দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে এবং জানিয়ে দেওয়া হলো চূড়ান্ত তারিখ। (DA Case Hearing Update)

আগামী বুধবার, ১৫ই মার্চ পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন(Special Leave Petition) সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল। তবে কোনো কারণে ওই দিন শুনানি হবে না। এই তারিখ পরিবর্তন করে শুনানির চূড়ান্ত তারিখ দেওয়া হয়েছে আগামী ২১ মার্চ, মঙ্গলবার।

পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে আগামী ২১শে মার্চ সুপ্রিম কোর্টের ৬ নম্বর বেঞ্চে এই মহার্ঘ ভাতা(Dearness Allowence) সংক্রান্ত মামলাটির শুনানি হবে। শুনানি সম্পূর্ণ হওয়ার পর কজলিস্ট প্রকাশিত হবে।

গত সপ্তাহে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে জানানো হয় যে, আগামী ১৫ই মার্চ এবং 16ই মার্চে যে সমস্ত শুনানি হবার কথা ছিল, সেগুলি হবে না। তারপরে মেনশন হিয়ারিং এর আবেদন করা হয়। এরপরই সুপ্রিম কোর্টের তরফে মহার্ঘ্যতা সংক্রান্ত মামলাটির তারিখ নির্ধারিত হয় ২১ মার্চ, মঙ্গলবার।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আওতায় ছিল। হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে তিন মাসের মধ্যে সমস্ত কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা(DA) মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজ্য সরকার আদালতের এই নির্দেশ অবমাননা করলে আদালত অবমাননার মামলা করা হয় রাজ্যের উপরে। তারপর সেই কেস সুপ্রিম কোর্টে ওঠে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল লিভ পিটিশন জমা করা হয়, বর্তমানে সেই মামলাটিই চলছে।

আপাতত শুনানি চূড়ান্ত তারিখ ২১ শে মার্চ নির্ধারিত হয়েছে। ঐদিন আসলেই বোঝা যাবে সুপ্রিমকোর্ট কি রায় দিচ্ছে এবং সরকারি কর্মচারীদের তাতে কোনরকম লাভ হবে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular