HomeEducation Newsহোম সায়েন্স বিভাগে স্নাতকস্তরে পড়ার সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, জানুন বিশদে।

হোম সায়েন্স বিভাগে স্নাতকস্তরে পড়ার সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, জানুন বিশদে।

২০২০ সালে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (High Secondary Exam) উত্তীর্ণ হয়েছিলেন, তাদের জন্য রয়েছে একটি সুখবর সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে(Calcutta University) হোম সায়েন্স(Home Science) বিভাগে স্নাতক স্তরে(Post Graduate) পড়ার সুযোগ পাওয়া যাচ্ছে।

হোম সাইন্স বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন পাঠক্রমের অধীনে ব্যাচেলার অফ সায়েন্স অনার্স(Bachelor Of Science Honours) এবং অনার্স উইথ রিসার্চ (Honours With Research) পড়ানো হবে চার বছরের কোর্সে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স বিভাগে পড়ানো হবে ফুড এন্ড নিউট্রিশন(Food And Nutrition) এবং হিউম্যান ডেভেলপমেন্ট(Human Development) বিষয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সাইন্স বিভাগে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়, পড়ানোর বিষয়, ভর্তির শর্তাবলী ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সাইন্স বিভাগে কোন কোন বিষয় পড়ানো হবে?

ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স বিভাগে পড়ানো হবে ফুড এন্ড নিউট্রিশন(Food And Nutrition) এবং হিউম্যান ডেভেলপমেন্ট(Human Development) বিষয়।

কারা ভর্তির সুযোগ পাবেন?

যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে এই কোর্সে পড়ার সুযোগ দেওয়া হবে।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

ফুড এন্ড নিউট্রিশন বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক পড়ুয়াদের রসায়নে(Chemistry) নূন্যতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।।

হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে ভর্তির জন্য হোম ম্যানেজমেন্ট(Home Management) বিষয় নিয়ে যারা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে ভর্তির ক্ষেত্রে।

মোট শূন্যপদ কতগুলি?

ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে আসন সংখ্যা ৭১।
হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে আসন সংখ্যা ৬৫।

ভর্তির শর্তাবলি:

  • ১. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ২. আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় তথ্য পেশ করতে হবে।
  • ৩. পশ্চিমবঙ্গের ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং কাউন্সিল(West Bengal Vocational Training Counsil) বা সমতুল্য কোন প্রতিষ্ঠানের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ৪. ২০২০ সাল বা তার পরে যারা উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তারাই এই চার বছরের কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন।

আবেদনপত্র জমা নেওয়ার সময়:

১ জুলাই তারিখ থেকে আগামী ১৫ই জুলাই বিকেল চারটে পর্যন্ত আবেদন পত্র নেয়া হবে।

মেধাতালিকা প্রকাশ হবার তারিখ:

মেধাতালিকা(Merit List Calcutta University) প্রকাশ করা হবে আগামী ১৮ এবং ২২ জুলাই, ২০২৩।

ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular