HomeJob updatesCU Recruitment: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রজেক্টে কাজের সুযোগ, বিশদে জানুন।

CU Recruitment: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রজেক্টে কাজের সুযোগ, বিশদে জানুন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফে বিশেষ প্রজেক্টে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের (Science Department) তরফে তাদের ওয়েবসাইটে (Website) এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন প্রজেক্টের কাজ বা কিভাবে করা যাবে আবেদন; এইসব বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (CU Project Fellow Vacancy)

পদের নাম:

i) CR Project Fellow Junior 1
ii) CR Project Fellow Junior 2

কোন প্রজেক্টের জন্য নিয়োগ:

একটি বিশেষ গুরুত্বপূর্ণ Research Program এর জন্য নিয়োগ করা হবে।

আবশ্যিক যোগ্যতা :

  • i) Junior 1 পদের আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Environmental Science/Biology/Chemistry বিষয়ে ৫৫% নম্বর সহPost Graduation সম্পূর্ণ করে থাকতে হবে।
  • ii) Junior 2 এর পদের জন্য আবেদনকারীকে উপরিউক্ত যোগ্যতার সঙ্গেও থাকতে হবে আরো যোগ্যতা। বিস্তারিত জানুন বিজ্ঞপ্তিতে।

বেতনসীমা:

  • i) CR Project Fellow Junior 1 পদের মাসিক বেতন ১৪ হাজার টাকা।
  • ii) CR Project Fellow Junior 2 পদের মাসিক বেতন ৩১ হাজার টাকা।
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

কাজের মেয়াদ:

প্রাথমিকভাবে কাজের মেয়াদ এক বছরের হলেও প্রয়োজনে তার মেয়াদ তিন বছর অবধি বৃদ্ধি পেতে পারে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of Calcutta University) যেতে হবে।
  • ii) সেখানে গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notification) যাবেন।
  • iii) বিজ্ঞপ্তিতে গিয়ে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য (Every Document) দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি গত ২০ জুলাই প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (Website of Calcutta University) দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular