রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি নিয়োগের সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে (CRPF Constable Recruitment 2023), সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
দেশের যেকোনো নাগরিক এবং আমাদের রাজ্যের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা শূন্য পদগুলিতে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করা যাবে, আর বেতন হবে বেশ মোটা মাইনের।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে(CRPF) কনস্টেবল পদে নিয়োগের যোগ্যতা বয়স বেতন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।
পদের নাম-
CRPF Constable
মোট শূন্যপদ-
মোট ৯২১২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
আবেদন শুরু-
27/03/2023
আবেদন শেষ-
25/04/2023
বয়সসীমা-
২১ বছর থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় পাস করলে আবেদন করা যাবে।
উচ্চতা:
পুরুষ: 170 cms,
মহিলা: 157 cms
নিয়োগ পদ্ধতি-
কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট , ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যান্য তপশিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আবেদন মূল্য জমা করতে হবে , তারপরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। যাদের আবেদন মূল্য দেবার দরকার নেই, তাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে।
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here (Update Soon)
Official Website: Click Here