HomeMoneyক্রিয়েটিভ চিন্তাধারার মানুষদের জন্য ৩টি জনপ্রিয় ক্যারিয়ার, মাসিক হাজার হাজার টাকা উপার্জন...

ক্রিয়েটিভ চিন্তাধারার মানুষদের জন্য ৩টি জনপ্রিয় ক্যারিয়ার, মাসিক হাজার হাজার টাকা উপার্জন করুন এভাবে

চিরাচরিত ব্যবসা এবং চাকরির পথ ছেড়ে অনেকেই নিজেদের মতো ক্রিয়েটিভ ভাবে উপার্জন করতে চান। বর্তমানে চাকরির বাজার ক্রমশ সংকুচিত হয়ে আসছে।এছাড়া ভালোভাবে ব্যবসা করার মতো পুঁজি বা আইডিয়া সকলের কাছে থাকে না। অনেকেই চান একটু ইউনিক ভাবে উপার্জন করার

সেই সমস্ত ক্রিয়েটিভ চিন্তাধারার মানুষদের জন্য রয়েছে উপার্জনের(Creative Business Ideas) বেশ কিছু উপায়। আজকের এই প্রতিবেদনে ক্রিয়েটিভ চিন্তাধারার মানুষদের জন্য তিনটি জনপ্রিয় ক্যারিয়ারের আইডিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আপনারা চাইলে এই আইডিয়াগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে দেখতে পারেন, মাস গেলে উপার্জন করতে পারবেন হাজার হাজার টাকা।

১) নাচ ও গানের স্কুল:

এখনকার বেশিরভাগ অভিভাবকরা চান তাদের সন্তানেরা যেন পড়াশোনার পাশাপাশি অন্য কোন একটি বিষয়ে পারদর্শী হন। বেশিরভাগ অভিভাবকেরা সন্তানদের নাচ বা গান শেখাতে পছন্দ করেন।

আপনার যদি অতিরিক্ত স্কিল হিসেবে নাচ এবং গান জানা থাকে তাহলে আপনার এই স্কিলটিকে কাজে লাগিয়ে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা উপার্জন করে ফেলতে পারবেন

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

প্রথমে আপনার বাড়ি বা নিকটবর্তী কোন জায়গায় একটি বড় ঘর দরকার হবে , যেখানে আপনি নাচ বা গানের স্কুল খুলতে পারবেন। এরপর সোশ্যাল মিডিয়া বা লিফলেটের মাধ্যমে আপনার নাচ বা গানের স্কুলের প্রচার চালাতে হবে যাতে করে অনেক মানুষ আপনার স্কুল সম্পর্কে জানতে পারে।

অবসর সময়ে বা দিনের যেকোনো সময়ে আপনারা নাচ বা গানের ক্লাস নিতে পারবেন। তবে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনার টাইমটেবিল যেন আপনার ছাত্র-ছাত্রীদের টাইমটেবিলের সাথে ম্যাচ করে। অর্থাৎ এমন কোন সময় ক্লাস করবেন না, যে সময়টা ছাত্রছাত্রীদের আসতে অসুবিধা হয়।

ছাত্রছাত্রীরা আপনার কাছ থেকে নাচ বা গানের বিদ্যাটি ভালোভাবে রপ্ত করে নিতে শুরু করলে তাদের দেখাদেখি আরো অনেক ছাত্রছাত্রীরা আপনার স্কুলে যোগদান করবে। আর প্রত্যেক মাসে আপনি ও উপার্জন করে নিতে পারবেন হাজার হাজার টাকা

২) অঙ্কন স্কুল:

নাচ বা গানের স্কুলের পাশাপাশি আঁকা শেখানোর মাধ্যমেও অনেক টাকা উপার্জন করা যায়। বেশিরভাগ আঁকার ক্লাসগুলি করা হয় রবিবার, কারণ ওই দিন ছাত্র-ছাত্রীদের স্কুল ছুটি থাকে এবং দিনের যেকোনো সময়ে তারা ক্লাসে যোগদান করতে পারে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

আঁকা শেখার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের একটি উজ্জ্বল দিক খুলে যায়। অনেকেই অংকন শিল্পর মাধ্যমে ভবিষ্যতে উপার্জন করার সুযোগ পান, এছাড়া উচ্চতর শিক্ষা জগতে পড়াশোনার পাশাপাশি আঁকা শিখে রাখলে পড়াশোনা সহ আরও বেশ কয়েক দিকে সুবিধা হয়। এজন্য এখনকার বেশিরভাগ অভিভাবকরাই সন্তানকে আঁকার স্কুলে(Drawing School) ভর্তি করে দেন।

আঁকার স্কুল থেকে আপনারা প্রত্যেক মাসে ত্রিশ হাজার টাকা বা তারও বেশি টাকা উপার্জন করতে পারবেন। সপ্তাহের একটি দিন আঁকা শিখিয়েই আপনারা এই অর্থ উপার্জন করে ফেলতে পারবেন। তাছাড়া সপ্তাহের বাকি ছয় দিন রয়েই যাচ্ছে। এই সময়ে আপনারা অন্যান্য ছাত্র ছাত্রীদের তাদের সময় মত বাড়িতে গিয়ে, বা আঁকার স্কুলে আঁকা শিখিয়ে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন।

৩) Video Editing/ Graphic Editing:

ক্রিয়েটিভ একটি বিজনেস আইডিয়া হল ভিডিও এডিটিং বা গ্রাফিক এডিটিং। এই বিদ্যা শিখে রাখলে আপনার নিজেদের জীবনেও লাভবান হবেন, তাছাড়া উপার্জনেরও একটি রাস্তা খুলে যাবে।

ভিডিও এডিটিং বা গ্রাফিক এডিটিং শিখে রাখলে আপনারা নিজেদের ইউটিউব ভিডিও সুন্দরভাবে এডিট করে সেটিকে সাবস্ক্রাইবার বা দর্শকদের কাছে অতিরিক্ত চমকপ্রদ হিসেবে প্রেজেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে নিজের ইউটিউব চ্যানেল থেকেও উপার্জন করতে পারবেন আপনারা।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

এছাড়া অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে ভিডিও এডিটিং(YouTube Video Editing Business) বা গ্রাফিক এডিটিং(Graphics Editing) এর জন্য ভিডিও এডিটরের দরকার পড়ে। আপনারা এক একটি ভিডিও এডিট করে দেবার জন্য ৫ হাজার টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করে ফেলতে পারবেন

এছাড়া বিভিন্ন কোম্পানির লোগো ডিজাইন, প্রমোশনাল ভিডিও এডিটিং ইত্যাদি কাজের মাধ্যমে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন প্রত্যেক মাসে।

Written By: তন্ময় দেবনাথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular