HomeEducation NewsCollege Admission: অবশেষে শুরু হতে চলেছে কলেজে ভর্তির প্রক্রিয়া, জেনে নিন বিস্তারিত।

College Admission: অবশেষে শুরু হতে চলেছে কলেজে ভর্তির প্রক্রিয়া, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট(Result of Higher Secondary Education)। তারপর কেটে গিয়েছে বেশ কিছু দিন। এবার শুরু হতে চলেছে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া(Admission Process in College)। নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় শিক্ষা নীতির পথ অনুসরণ করে রাজ্যে এবার থেকে শুরু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স(Graduation Course)।

উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী আগামী শনিবার অর্থাৎ ১ জুলাই থেকে রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া (Admission Process) শুরু হতে চলেছে। এর আগে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া (Admission Process) নিয়ে সাত দফা নির্দেশিকা জারি করেছিল উচ্চশিক্ষা দফতর। কী সেই নিয়ম? আসুন দেখে নেওয়া যাক।

  • i) প্রতি বছরের ন্যায় এবছরেও অনলাইনে ভর্তি (Online Admission) নেওয়া হবে কলেজগুলিতে।
  • ii) ভর্তি প্রক্রিয়া ১ জুলাই থেকে শুরু হবে এবং চলবে ১৫ জুলাই পর্যন্ত।
  • iii) কেন্দ্রীয় পোর্টালের (Portal) মাধ্যমে ভর্তি প্রক্রিয়া (Admission Process) হবেনা এই বছর।
  • iv) কলেজের ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদন জানাতে হবে ছাত্রছাত্রীদের।
  • v) আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে মেধাতালিকা।
  • vi) সেইমতো অগাস্ট মাসের প্রথমেই শুরু হবে স্নাতকের ক্লাস।

এগুলি ছাড়াও, উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে যে এই আবেদন হবে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই অর্থ নিতে পারবেন না।

সম্পূর্ণ মেধাতালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে যোগ্য পড়ুয়াদের। SMS বা E-mail ID এর মাধ্যমে যাবতীয় তথ্যাবলী জানিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীকে।

এতকিছু নিয়ম জারি করা হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য এবং ভর্তির প্রক্রিয়াতে স্বচ্ছতার জন্য। এই কারণে সবরকম ভাবে তাই সমস্ত দিক থেকে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা চলছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। ৮ই জুলাই নির্বাচন হবে পশ্চিমবঙ্গে এবং সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পরেই শুরু হতে পারে স্নাতকের ক্লাস।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular