HomeJob updatesCNCI Vacancy: উচ্চমাধ্যমিক পাশে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে চাকরি, আবেদন অনলাইনে

CNCI Vacancy: উচ্চমাধ্যমিক পাশে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে চাকরি, আবেদন অনলাইনে

চাকরিপ্রার্থীদের জন্য একটি ভালো খবর। Chittaranjan National Cancer Institute (CNCI) এর পক্ষ থেকে সম্প্রতি কিছুদিন আগে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি।

ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন। (CNCI LDC Recruitment)

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে বিভিন্ন শূন্যপদে নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আরো তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

পদের নাম-

Lower Division Clerk (LDC)
Laboratory Technician (LT)

মোট শূন্যপদ-

মোট ৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

LDC: 19,900- 63,200 টাকা।
LT: 29, 200- 92, 300 টাকা।

আবেদন শুরু-

29/04/2023

আবেদন শেষ-

28/05/2023

বয়সসীমা-

LDC পদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা 30 বছর এবং LT পদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা 32 বছর ধার্য্য করা হয়েছে।

আবশ্যিক যোগ্যতা-

LDC পদের জন্য প্রার্থীকে Intermediate হতে হবে। ইংরেজিতে মিনিটে 35 টি বা হিন্দিতে মিনিট 30 টি শব্দ টাইপ করতে জানতে হবে।

LT পদের জন্য প্রার্থীকে Medical Laboratory technology তে অন্তত 50% নম্বর পেয়ে ব্যাচেলর ডিগ্রী পেতে হবে। তার সাথে কোনো সরকারি ল্যাবরেটরি বা মেডিক্যাল ইনস্টিটিউট থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য 1000 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য 600 টাকা ধার্য্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।https://cncik.nta.ac.in/c/register/ ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর আবেদনমূল্য জমা করতে হবে।

Important Links

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular