HomeE365চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের তরফে CNCI Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ফিল্ড ওয়ার্কার পরে নিয়োগ করা হবে।

CNCI Kolkata Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

CNCI Health Worker Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

Health Worker (স্বাস্থ্য কর্মী)

মোট শূন্যপদ-

মোট 02 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

প্রতি মাসে 20,000/- টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা-

সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।

আবশ্যিক যোগ্যতা-

  • আবেদনকারীকে অবশ্যই স্নাতকোত্তর হতে হবে।
  • অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অফলাইনে মাধ্যমে।
  • প্রথমে নিজের একটা বায়োডাটা(CV) তৈরি করতে হবে।
  • নিজের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স কপি এবং ছবি যোগ করতে হবে।
  • নির্রারিত তারিখে সঠিক ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।
  • ইন্টারভিউয়ের তারিখঃ 04/03/2023
  • ইন্টারভিউয়ের সময়ঃ 10:00 AM
  • ইন্টারভিউয়ের স্থানঃ CNCI Hazra Campus
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বায়ো-ডাটা
  • পাসপোর্ট সাইজ ছবি
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • অন্যান্য নথিপত্র

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular