যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য রয়েছে একটি সুখবর। কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্রে (Central Leather Research Institute) রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি এই বিষয়ে কর্মী নিয়োগের কথা জানিয়ে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
Employment No:
23(374)/2023-EI
পদের নাম:
Scientific Administrative Assistant
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারীকে ভারতের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ের স্নাতক ডিগ্রিপ্রাপ্ত (Graduation Degree) হয়ে থাকতে হবে।
- ii) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের MS Word এবং MS Excel এ কাজের অভিজ্ঞতা (Work Experience) রাখতে হবে।
- iii) প্রার্থীকে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় (Bengali, Hindi and English Language) কথা বলা এবং টাইপিংয়ের দক্ষ (Typing Expert) হতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
মাসিক বেতন ১৮,০০০/- + HRA
আবেদন পদ্ধতি:
i) সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (Important Documents) সহ আবেদনপত্র পূরণ করতে হবে।
ii) এরপরে সেটি নিয়ে ইন্টারভিউয়ের (Interview) দিন সংস্থার নির্দিষ্ট দপ্তরে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ নেবার স্থান:
CSIR-CLRI Regional Centre,
3/1C, Mathewartola Road,
Tangra, West Bengal
Kolkata -700046
ইন্টারভিউ নেবার তারিখ ও সময়:
আগামী ২৪ জুলাই সকাল ১১টা।
Important Links:
Official Website: Click Here
আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
-Written by Riya Ghosh