HomeEducation Newsকেন্দ্রীয় শিক্ষানীতিতে বদল, ৩ বছর হলেই ভর্তি করা যাবে স্কুলে।

কেন্দ্রীয় শিক্ষানীতিতে বদল, ৩ বছর হলেই ভর্তি করা যাবে স্কুলে।

কেন্দ্রীয় শিক্ষানীতিতে বদল। এবার থেকে বাচ্চাদের বয়স ৩ বছর হলেই তাদের স্কুলে ভর্তি করা যাবে। সম্প্রতি নতুন এই নিয়ম চালু করা হল। মূলত কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা যাবে বাচ্চাদের। নতুন এই শ্রেণীর নাম দেওয়া হয়েছে বালবাটিকা(Balbatika)। এখনো পর্যন্ত ৫০০ এর বেশি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ে(Kendriya Vidyalaya) শিক্ষানীতিতেও পরিবর্তন আনা হয়েছে।

নতুন শিক্ষানীতিতে প্রতিটি অঞ্চলের আঞ্চলিক ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পড়ুয়াদের বিভিন্ন দক্ষতাগুলিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। আধুনিক শিক্ষা পদ্ধতি থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

২০২০ সালের চালু হয়েছিল নতুন এডুকেশন পলিসি(New Education Policy)। নতুন সিস্টেমের বয়স ৩ বছর পূর্ণ হয়েছে। নতুন শিক্ষা পলিসি অনুযায়ী বালবাটিকা পাইলট প্রজেক্ট চালু হয়েছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষে। প্রথম পর্যায়ে মাত্র ৫০ টি স্কুলে চালু হয়েছিল বালবাটিকা পাইলট প্রজেক্ট। এখানে ৩ থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভর্তি করা যেত। বালবাটিকা পাইলট প্রজেক্ট(Balbatika Pilot Project) সফল হবার জন্য এবার দেশে ৫০০ টির বেশি কেন্দ্রীয় বিদ্যালয়ে এই প্রজেক্ট চালু হচ্ছে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এবার থেকে ধীরে ধীরে সমস্ত স্কুলেই এই নিয়ম চালু করা হবে। আগে ৬ বছর বয়স না হলে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিশুদের ভর্তি(Kendriya Vidyalaya Admission Minimum Age) করা যেত না। তবে নতুন নিয়মে ৩ বছর হলেই ভর্তি করা যাবে স্কুলে।

আগে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সিস্টেম চালু ছিল। তবে এবার থেকে প্রি-নার্সারী(Pre Nursery) পর্যায়েও সমস্ত কেন্দ্রীয় বিদ্যায়গুলিতে পঠন-পাঠন শুরু হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular