একসঙ্গে জোড়া উপহার পেতে চলেছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা(Central Government Employees)। খুব শীঘ্রই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। জুলাই মাসে ফের মহার্ঘ ভাতা(DA) বাড়ানো হতে পারে। তাছাড়া অষ্টম বেতন কমিশন(8th Pay Commission) গঠন করার জন্য রেলওয়ের একটি সমিতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে।
রেলওয়ের সেই প্রস্তাবে বলা হয়েছে যে কর্মচারীদের স্বার্থের কথা মাথায় রেখে বর্তমানে সরকারের অষ্টম বেতন কমিশন তৈরি করা সময় হয়েছে। বলা হয়েছে যে আগামী বছর মহার্ঘ ভাতা ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি(Railway Senior Citizen Welfare Society) এর পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে।
রেলের এই সোসাইটি জানিয়েছে যে আগামী ১ জানুয়ারী ২০২৪ তারিখ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ অতিক্রম করবে। এর আগে কেন্দ্রীয় বেতন কমিশন (Central Pay Commission) জানিয়েছিল যে, ভবিষ্যতে কর্মচারীদের বেতনের সংশোধন(Salary) তখনই করা উচিত যখন তাদের মহার্ঘ ভাতা মূল বেতনের ৫০ শতাংশ বা অর্ধেক হবে।
রেলওয়ে সোসাইটি কমিশনের এই সুপারিশের একটি স্মারকলিপি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে পাঠানো হয়েছে গত ৩০ মে তারিখে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা(Central Government Employees DA) পান। সর্বশেষ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল মার্চ মাসে। প্রতিবছর দুবার করে মহার্ঘ ভাতা বাড়ানো হয়। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসে সরকার আবার মহার্ঘ ভাতা বাড়িয়ে দেবে এবং ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে। তখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন ৪৬ শতাংশ হারে।
আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি মাসে পুনরায় বাড়ানো হবে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। তখন চার শতাংশ বাড়ানো হলে কর্মচারীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন, যা তাদের মূল বেতনের পঞ্চাশ শতাংশর সমান হবে।
সুতরাং ধারণা করা যাচ্ছে যে, মহার্ঘভাতা বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন হবে এবং কর্মচারীরা আগের থেকে অনেক বেশি টাকা বেতন পাবেন। এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে অনেকটাই। পাশাপাশি কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য নূন্যতম বেসিক পে এর মাত্রা ও বাড়তে চলেছে।